ওয়েবডেস্ক: আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে মাঠে নামবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। তার আগে নিজেদের রীতিমতো ঝালিয়ে নিল পেপ গুয়ারদিওলার ছেলেরা। শনিবার লিগের ম্যাচে ঘরের মাঠে ওয়াটফর্ডের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল তারা। ম্যাচে সিটির হয়ে নজরকাড়া পারফরমেন্স ইংল্যান্ড তারকা রহিম স্টারলিংয়ের। হ্যাটট্রিক করেন তিনি।
শুধু জয় নয়, একইসঙ্গে খেতাবি লড়াইয়ে তারা চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল দ্বিতীয় স্থানে থাকা লিভারপুলের থেকে। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে।
সিটি জিতলেও, এদিন কিন্তু বড়ো ধাক্কা খেয়েছে আরেক বড়ো দল টটেনহ্যাম। প্রথম চারের লড়াইয়ে, অ্যাওয়ে ম্যাচে এগিয়ে থেকেও অবনমনের আওতায় থাকা সাউথাম্পটনের কাছে হেরে যান হ্যারি কেনরা। ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে তারা। তাদেরকে তাড়া করেছে ম্যানইউ, আর্সেনাল এবং চেলসি।