logo

ওয়েবডেস্ক: চলতি মরশুম মোটেই ভালো কাটেনি ইংলিশ ফুটবলের অন্যতম দুই জনপ্রিয় ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড এবং চেলসির। লিগের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই জায়েন্ট।

চলতি মরশুমে ইপিএল জয়ের কোনো সম্ভাবনা নেই ম্যানইউ-র। শুধু শেষ চারের লড়াইয়ে শেষ করতে পারলে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে তারা।

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি কিনলেন রোনাল্ডো?

অন্যদিকে চেলসির কাছে সুযোগ রয়েছে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হওয়ার। সেমিতে পৌঁছে গিয়েছে তারা। একইসঙ্গে ঘরোয়া লিগে শেষ চারের লড়াইয়ে চতুর্থ স্থানে আছে লন্ডনের ক্লাবটি।

এই পরিস্থিতিতেই আগামী মরশুমের জন্য দল তৈরিতে নেমে পড়েছে দুই বড়ো দল। আর এখানেই ফের একবার একে অপরের মুখোমুখি হতে পারে তারা।

cavani600

স্প্যানিশ সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, ম্যানইউ ইচ্ছুক প্যারিস সাঁ জার তারকা স্ট্রাইকার উরুগুয়ের এডিনসন কাভানিকে দলে নিতে।

এই লড়াইতে নাকি চেলসিও রয়েছে। তাঁর সঙ্গে চুক্তিও করে ফেলতে পারে চেলসি। যদি ট্রান্সফার বাবদ প্যারিস সাঁ জাকে ৬ কোটি পাউন্ড তারা দেয় এবং কাভানির সঙ্গেও ১.৪ কোটি পাউন্ডের বার্ষিক চুক্তি যদি সেরে ফেলতে পারে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here