প্যারিস সাঁ জা – ১ ম্যানইউ – ৩
(দু’লেগ মিলিয়ে ফল ৩-৩। বেশি অ্যাওয়ে গোলের সুবাদে পরবর্তী রাউন্ডে ম্যানইউ)
ওয়েবডেস্ক: প্রথম লেগে ঘরের মাঠে হার। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের যাওয়ার লড়াইয়ে কিছুটা যে চাপে ছিল ম্যানইউ, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বিপক্ষে থাকা প্যারিস সাঁ জা-কে ঘরের মাঠে হারানো সহজ কথা নয়। কিন্তু তাই হল।
প্রথম লেগে দু’গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে চাপ রাখলেও, অপ্রত্যাশিত ভাবে হেরে গেল ফরাসি চ্যাম্পিয়নরা। অন্যদিকে এই ম্যাচেও কিছুটা বিতর্ক থেকে যাবে, কারণ সংযোজিত সময়ে ম্যানইউ-র পাওয়া পেনাল্টি। যা থেকে দলকে পরের রাউন্ডে জায়গা পাকা করে দেন র্যাশফর্ড।
এদিন ম্যাচের শুরুতেই ম্যানইউকে এগিয়ে দেন লুকাকু। তবে দশ মিনিটের মাথায় প্যারিস সাঁ জা-র হয়ে সমতা ফেরান ভেলাস্কো। বিরতিতে যাওয়ার আগে ম্যানইউকে ফের একবার লিড দেন লুকাকু। তবে যখন মনে হচ্ছিল দ্বিতীয় লেগে এগিয়ে থাকলেও, দু লেগ মিলিয়ে জিততে পারবে না ম্যানইউ। ঠিক তখনই উল্টো চিত্র। ভি এ আরের সাহায্যে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। যা থেকে র্যাশফর্ডের গোল।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।