pogba-1021

ওয়েবডেস্ক: ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম তারকা ছিলেন পল পোগবা। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার তিনি। ফলে ইউরোপের বড়ো দলগুলির নজরে যে তিনি থাকবেন সেটাই স্বাভাবিক। নতুন মরশুমে তাঁকে দলে নিতে বদ্ধপরিকর ছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তিনি নিজেও চেয়েছিলন ইংল্যান্ড ছেড়ে স্পেনে পাড়ি দিতে, অবশ্য শেষমেশ তা হয়নি। তাঁর বর্তমান ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁকে ছাড়তে রাজি হয়নি। তবে এই মুহূর্তে তাঁকে ধরে রাখলেও, দ্বিতীয় দলবদলের সময়সীমায় (জানুয়ারি ২০১৯) তাঁকে হয়তো আর ধরে রাখতে পারবে না ম্যান ইউ।

আরও পড়ুন: ইউএস ওপেন ফাইনালে হেরে আম্পায়ারের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ সেরেনা উইলিয়ামসের

আর যার ফলে তাঁর পরিবর্ত এখন থেকেই খোঁজা শুরু করে দিল তারা। ইতালির লাৎজিও দলের তারকা সার্গেজ মিলিনকোভিচ সাভিচকে টার্গেট করেছে ম্যান ইউ। ২৩ বছর বয়সি ইতিমধ্যেই র‍্যাডারে রয়েছেন বড়ো দলগুলির। শেষমেশ কী হয় তাতো সময়ই বলবে।

অবশ্য পোগবা ম্যাঞ্চেস্টার ছাড়ার প্রসঙ্গে বলেছেন, “আমার ভবিষ্যৎ এই মুহূর্তে ম্যাঞ্চেস্টার। এখনও চুক্তি রয়েছে। আমি এখানে এখনও খেলছি। তবে কে জানে আগামী কয়েকমাসে কী হয়”।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন