manu

ওয়েবডেস্ক: গত মরশুমের কথা ভুলে নতুন মরশুম নিয়ে মাঠে নেমে পড়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। নতুন মরশুমের জন্য দল গোছাতে মরিয়া তারা। এখনও তেমন কোনো তারকাকে না পেলেও অনেক ফুটবলারের সঙ্গেই জড়িয়ে আছে তাদের নাম।

তবে প্রথম ফুটবলার হিসাবে ম্যানইউ দলে নিয়েছে ড্যানিয়েল জেমসকে। ইংল্যান্ডের দ্বিতীয় সারির দল সোয়ানসি সিটির ফুটবলার তিনি।

সেই তালিকায় দ্বিতীয় ফুটবলার হতে পারেন তরুণ স্প্যানিশ ফুটবলার মাতেও মেজিয়া। ১৬ বছর বয়সি এই ফুটবলারকে স্প্যনিশ দল রেয়াল জারাগোজা থেকে নিতে চলেছে ম্যানইউ।

ছয় লক্ষ পাউন্ড খরচ হচ্ছে তাদের। তবে এখনই সিনিয়র দল নয়। আগে জুনিয়র দলে খেলে নিজেকে প্রমাণ করতে হবে মেজিয়াকে।

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন