manu

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া মরশুমকে ভুলে আগামী মরশুমের জন্য নিজেদের তৈরি করতে শুরু করে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান কোচ ওলে গানারের কোচিংয়ে দলে অনেক জায়গায় বড়ো বদল আনতে মরিয়া রেড ডেভিলসরা। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিফেন্স।

আরও পড়ুন: বার্সেলোনার ‘টার্গেট’কে নিতে বড়ো দর হাঁকালো রেয়াল মাদ্রিদ

শেষ হওয়া মরশুমে যা ভালোই ভুগিয়েছে তাদের। ফলে সেই জায়গায় অনেকদিন ধরেই ম্যানইউ-র রেডারে ছিলেন সেনেগাল তথা নাপোলির তারকা ডিফেন্ডার কালিদিউ কুলিবালি। এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার কুলিবালিকে টার্গেট করেছে রেয়াল মাদ্রিদও।

kalidou

ইউরোপের সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, ইতিমধ্যেই কুলিবালির জন্য ১০ কোটি পাউন্ডের দর রেখেছিল ম্যানইউ। কিন্তু তা খারিজ করে দেয় নাপোলি। শুধুমাত্র ১২.৫ কোটি পাউন্ডেই কুলিবালিকে ছাড়তে রাজি আছে নাপোলি।

ফলে বিশেষজ্ঞদের মতে এই বাড়তি টাকা কিছুই নয় ম্যানইউ-র কাছে।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন