manu

ওয়েবডেস্ক: শেষ হওয়া মরশুমে তেমন নজর কাড়তে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলাররা। কিন্তু ম্যানইউ জার্সিতে একমাত্র নজরকাড়া পারফরমেন্স করেছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবা।

বহুদিন ধরেই ইউরোপের সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছিল, পোগবাকে দলে পেতে চাইছে ইউরোপের বহু হেভিওয়েট ফুটবল ক্লাব। যাঁদের মধ্যে সবচেয়ে বেশি আগিয়েছিল রেয়াল মাদ্রিদ। নতুন মরশুমের জন্য দলকে গোছাতে শুরু করে দিয়েছেন রেয়াল কোচ জিদান। নিজের দেশের তারকা ফুটবলারকে দলে চাইছিলেন তিনি। তবে শোনা যাচ্ছিল পোগবার বড়ো অর্থের দর রাখতে পারে ম্যানইউ।

pogba

মিররের রিপোর্ট অনুযায়ী, পোগবার জন্য ১৫ কোটি পাউন্ডের দর রাখতে পারে ম্যানইউ। অন্যদিকে শোনা যাচ্ছে পোগবার জন্য রেয়াল মাদ্রিদের দর ১২ কোটি পাউন্ড। সঙ্গে বোনাস অর্থও রয়েছে।

তবে তা-ও  দুই দলের মধ্যে অর্থের ব্যবধান থেকেই যাচ্ছে।

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন