ওয়েবডেস্ক: চলতি মরশুমে ইউরোপিয়ান ফুটবলে দাপিয়ে খেলছেন তরুণ ফুটবলাররা। যাঁদের মধ্যে অন্যতম ইংল্যান্ডের জোডান স্যাঞ্চো। এই মুহূর্তে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ডে খেলছেন। দলের হয়ে আট গোলে এবং তেরোটি অ্যাসিস্ট রয়েছে তাঁর। সেই স্যাঞ্চোকে অনেকদিন ধরেই টার্গেট করছিল ম্যানইউ। তাঁর প্রতিনিধিদের সঙ্গে কথাও বলে ম্যানইউ।
সেই স্যাঞ্চোকে নেওয়ার ব্যাপারে ধাক্কা খেল ম্যানইউ। ডর্টমুন্ডের চিফ এগজিকিউটিভ হান্স জোইয়াকিম ওয়াৎটকি ইউরোস্পোর্ট জার্মানিকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “আমরা ওকে বিক্রি করব না। সেটাই শেষ কথা। স্যাঞ্চো যে পরের মরশুমে ডর্টমুন্ডেই খেলবেন, সবার সঙ্গে তা নিয়ে কথা হয়েছে”।
তাঁকে যখন জিজ্ঞেস করা হয় ম্যানইউ-র সঙ্গে স্যাঞ্চোর নাম জড়াচ্ছে, সেই পরিপ্রেক্ষিতে জোয়াকিম জানান, “ওসবে কান দিচ্ছি না। সবাই জানে স্যাঞ্চো পরের বছরও আমাদের সঙ্গে খেলবে। সে জন্যই স্যাঞ্চোর জন্য দর নেই। ইউরোপের সবাই জানে বলেই কেউ আমাদের সঙ্গে স্যাঞ্চোর বিষয়ে কথা বলেনি”।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।