football2

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া মরশুম ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছে তারা। যার জেরে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে নেই তারা।

আরও পড়ুন: প্রতিভাবান ফুটবলারকে নিতে দর কষাকষি শুরু ম্যানইউ-র

দলকে আগামী মরশুমের জন্য নতুন ভাবে তৈরি করতে মরিয়া ক্লাব ম্যানেজমেন্ট। সেই তালিকায় রয়েছেন লেস্টার সিটি তথা ইংল্যান্ড জাতীয় দলের ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ার। তবে ম্যাকগুয়ারকে এখন দলে চাইছে ইপিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও।

maguire600

টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, ম্যাকগুয়ারকে দল নেওয়ার লড়াইয়ে এখন ইউনাইটেডের সঙ্গে রয়েছে সিটিও। ম্যাগুয়ারকে নিতে গেলে ৭ কোটি পাউন্ড খরচ করতে হবে। তবে ২০২৩ পর্যন্ত নিজের বর্তমান ক্লাব লেস্টার সিটির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন ম্যাগুয়ার।

সদ্য শেষ হওয়া মরশুমে ইপিএলে লেস্টার জার্সিতে ৩১ ম্যাচ খেলেছন হ্যারি। গড়ে সঠিক ট্যাকেল করেছেন ৫৫%, ম্যাচ প্রতি ৪.৯ ক্লিয়ারেন্স করেছেন। তাঁকে নজরে রেখেছে ইউরোপের আরও হেভিওয়েট ক্লাবও।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন