messi's goal

ওয়েবডেস্ক: নতুন মরশুমে লা লিগার শুরুটা ভালোই করেছেন লিও মেসি। বার্সার অধিনায়ক হয়ে গোল করছেন এবং একার হাতে পরিচালনাও করছেন। ইতিমধ্যেই প্রথম খেলোয়াড় হিসাবে লা লিগায় ১৫০টি অ্যাসিস্টও করেছেন তিনি। সেই মেসি সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর কাছে বিশ্বের সেরা দুই দলের নাম জানালেন।

নিজের ক্লাব বার্সেলোনা এবং চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকেই তিনি বিশ্বের সেরা ক্লাব বলে মনে করেন।

আরও পড়ুন: গোল করে রোনাল্ডোর ভঙ্গিতে উদ্‌যাপন নেইমারের, ভাইরাল ভিডিও

কাতালুনিয়া রেডিওকে দেওয়া সেই সাক্ষতকারে তিনি বলেন, “এই মুহূর্তে অনেক ক্লাবের প্রচুর টাকা আছে। যার জন্য খেলোয়াড়রা সেই দিকে যাচ্ছেন। যেখানে পয়সা বেশি, সেখানেই ফুটবলাররা। সময়টা বদলে গেছে। ক্লাবগুলির মালিকরা সব এখন কোটিপতি। আগে সবাই বার্সা এবং রেয়ালের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে থাকতেন। কে সেরা। তবে এখন সবাই প্রায় সমান সমান। ফলে ব্যবধান খুব কম ম্যাঞ্চেস্টার, প্যারিস সাঁ জা, বায়ার্ন, ইতালির ক্লাবগুলি এবং আমাদের মধ্যে।”

একই সঙ্গে বিশ্বের বেশকিছু নামকরা ক্লাবে তেল ব্যবসায়ীর টাকা ঢালার ঘটনাকেও সামনে নিয়ে আসেন মেসি। সদ্য গজিয়ে ওঠা কিছু ক্লাবে সেই সব তেল ব্যবসায়ীরা উদারহস্তে টাকা ঢালায় অনেক ক্ষেত্রে ফুটবলে টাকাই শেষ কথা বলছে।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন