messi-barca

ওয়েবডেস্ক: চলতি মরশুমে লা লিগা খেতাব ধরে রাখা এবং চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আধিপত্য বাড়ানোর জন্য নতুন ভাবে দলকে সাজিয়েছে বার্সেলোনা কর্তৃপক্ষ। যে কারণে নতুন মরশুমে অনেক নতুন মুখকে তারা দলে নিয়েছে। একই সঙ্গে কিছু পুরোনো খেলোয়াড়কেও বিক্রি করেছে, যাঁরা দলে অনিয়মিত ছিলেন। তবে শোনা যাচ্ছিল, দলের অন্যতম সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজকে বিক্রি করতে চায় তারা। ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সায় যোগ দেন এই উরুগুয়ান। তবে বার্সা তাঁকে ছাড়তে চাইলেও, তাকে নাকি দলে চেয়েছিলেন বার্সার নতুন অধিনায়ক তথা সুপারস্টার লিও মেসি। এমনটাই জানা যাচ্ছে। এই দুই দক্ষিণ আমেরিকানের সম্পর্ক খুবই ভালো। একই সঙ্গে মাঠের মধ্যে বোঝাপড়াও।

suarez-600
লুইস সুয়ারেজ

তবে এই মুহূর্তে তাঁকে বার্সা দলে রাখলেও, আগামী দলবদলের সময়সীমার (জানুয়ারি ২০১৯) মধ্যে তাঁকে নাকি ছেড়ে দিতে পারে বার্সেলোনা। যার কারণ তাঁর বয়স এবং গতি কিছুটা কমে যাওয়া। ফলে তাঁর পরিবর্ত হিসাবে বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী হ্যরি কেনকে তারা টার্গেট করেছে।

আরও পড়ুন: এমবাপের গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে উয়েফা নেশনস লিগে প্রথম জয় ফ্রান্সের

kane-600
হ্যারি কেন

শেষমেশ কী হবে তা তো সময়ই বলবে।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন