ওয়েবডেস্ক: বার্সেলোনায় থাকাকালীন প্রচুর ম্যাচে দলকে জিতিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সা ছেড়ে প্যারিসে যোগ দেন। তবে মরশুম শেষ হওয়ার আগেই শোনা যাচ্ছিল ফের একবার বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। কারণ তিনি ফ্রান্সে সুখী নন। যে কারণে ফের একবার লা লিগায় ফিরতে চান তিনি।
বার্সেলোনার অধিনায়ক এবং মহাতারকা লিও মেসিও চাইছিলেন নেইমারের সঙ্গে ফের একবার জুটি বাঁধতে। তবে আপাতত সেই আশাপূরণের লক্ষণ খুব একটা স্পষ্ট নয়।

আরএমসি স্পোর্টের রিপোর্ট অনুযায়ী, মেসি আর্জি করেছিলেন নেইমারের বার্সেলোনায় ফিরে আসা নিয়ে, কিন্তু নেইমারের বর্তমান ক্লাব তথা ফরাসি চ্যাম্পিয়ন্স প্যারিস সাঁ জা তাতে রাজি নয়।
প্যারিসের তরফে জানোনো হয়েছে, প্যারিসে নেইমার দিব্যি সুখেই রয়েছেন এবং তিনি কোথাও যাচ্ছেন না। এমনকী তিনি বিক্রির মধ্যেই নেই।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।