messi-barca

ওয়েবডেস্ক: বার্সেলোনার কোচ থাকাকালীন দলকে প্রচুর সাফল্য এনে দিয়েছিলেন পেপ গুয়ারদিওলা। এই মুহূর্তে ইংল্যান্ডে ম্যাঞ্চেস্টার সিটির কোচ এই স্প্যানিশ। তবে সম্প্রতি তাঁকে পাওয়া গেল নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনাকে নিয়ে অতীতের কথা বলতে।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীন উচ্চতা নিয়ে বিপক্ষ ফুটবলারকে ঠাট্টা, ভাইরাল ভিডিও

যখন বার্সেলোনাকে নিয়ে কথা হবে তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে যে মেসি থাকবেন তা বলাই বাহুল্য। আর সেটাই হল। মেসি কত তাড়াতাড়ি সবার সঙ্গে মানিয়ে নেন এবং কী ভাবে দলের অন্যতম সেরা সার্খিও বুসকেতের ফ্যান হয়ে যান, সে কথা জানা গেল গুয়ারদিওলার মুখ থেকে।

পেপ বলেন, “আমার মনে আছে মেসি কী বলেছিল। সার্খিওর সঙ্গে দু’তিন দিনের প্র্যাকটিসের পর মেসি আমার কাছে এসে বলল, আমার একে (সার্খিও বুসকেত) ভালো লেগেছে। তখন আমি বলি যখনই বিপদ আসবে, ও থাকবে।”

busquet-messi
বার্সেলোনা জার্সিতে মেসির সঙ্গে বুসকেত

গুয়ারদিওলা আরও বলেন, “সার্খিওর পাশে যারা থাকে তাদের জন্য ও সব কিছু করে।”

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন