ওয়েবডেস্ক: জার্মানির বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ এনে সবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন মেসুট ওজিল। অন্যদিকে জার্মান ফুটবলের অনেক কর্তাই মনে করছেন, নিজের খারাপ ফর্ম ঢাকতেই অভিযোগের আড়ালে লুকোচ্ছেন ওজিল।
সেই অভিযোগের জবাব দেওয়াই হয়তো শুরু করলেন ওজিল। ক্লাবের জার্সিতে। আর্সেনালের হয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জা-র বিরুদ্ধে নেতৃত্ব দিয়ে পাঁচ গোলে বড়ো জয় এনে দিলেন তিনি। সঙ্গে ম্যাচের প্রথম গোল।
তবে একই সঙ্গে অন্য আরেক কারণে শিরোনামে তিনি। যা করলেন ম্যাচ শুরুর আগে। টানেল থেকে মাঠে আসার সময় তাঁর অটোগ্রাফ চেয়ে বসেন ম্যাচ রেফারি। রেফারিরা ম্যাচ শেষে এমন আবদার করেন তা অতীতে বহুবার দেখা গিয়েছে। তাই বলে ম্যাচের আগে! হতাশ করেননি মেসুত। হাসিমুখে হলুদ কার্ডে রেফারির আশা পূর্ণ করেন তিনি। যা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
আরও পড়ুন: গোলপোস্টের পিছন দিয়ে গোল করলেন এই তারকা, ভাইরাল ভিডিও
জার্মানির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে খেলা ছাড়ায় তাঁর জনপ্রিয়তাও বেড়েছে দেখা যাচ্ছে।
Gif: Mesut Özil signing the referee’s yellow card in the tunnel before the friendly against PSG. [@ArsenalTerje] #afc pic.twitter.com/5imdHoKyln
— afcstuff (@afcstuff) July 28, 2018
এমন ইচ্ছা পূরণ করলে কোন রেফারি আর কার্ড দেখায় বলুন।