salahgoldenboot-epl

ওয়েবডেস্ক: লিভারপুলের হয়ে এই মরশুমে লিগ জিততে না পারলেও ফুটবলপ্রেমীদের মনে ঠিক জায়গা করে নিয়েছেন মহাম্মাদ সালাহ। তাঁর ধারাবাহিক ফর্ম লিগের শেষ ম্যাচেও অব্যাহত। রবিবার ঘরের মাঠে লিগের অন্তিম পর্বে চার গোলের ব্যবধানে তাঁরা হারাল নীচের সারির দল ব্রাইটনকে। এদিনও নিজের জাত চেনাতে ভুল করেননি আসন্ন বিশ্বকাপে মিশর দলের মূল স্তম্ভ। দলের হয়ে প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গেই ইতিহাসে জায়গা করে নিলেন তিনি।

প্রথম খেলোয়াড় হিসাবে ইপিএলে এক মরশুমে (৩৮ ম্যাচে) করলেন ৩২ গোল। যার ফলে টপকে গেলেন যৌথ ভাবে ৩১ গোল করা তিন প্রাক্তনী অ্যালন শেয়ারার ( ১৯৯৫/৯৬ ব্ল্যাকবার্ন রোভার্স), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (২০০৭/০৮, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) এবং নিজের দলের প্রাক্তন তারকা লুইস সুয়ারেজকে (২০১৩/১৪ লিভারপুল)।

ফলে সব টুর্নামেন্ট মিলিয়ে লিভারপুলের হয়ে ৫১ ম্যাচে করে ফেললেন ৪৪ গোল।

ম্যাচ শেষে সর্বোচ্চ গোলদাতার হাতে তুলে দেওয়া হল সোনার বুট এবং প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের ট্রফি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here