Homeখেলাধুলোফুটবলআইএসএল: গোয়ার শেষ মুহূর্তের গোলে জয় থেকে বঞ্চিত হল মহমেডান স্পোর্টিং

আইএসএল: গোয়ার শেষ মুহূর্তের গোলে জয় থেকে বঞ্চিত হল মহমেডান স্পোর্টিং

প্রকাশিত

মহমেডান এসসি: ১ (আলেক্সিস গোমেজ) এফসি গোয়া: ১ (আরমান্দো সাদিকু)

কলকাতা: দুর্ভাগ্য মহমেডান স্পোর্টিং। ম্যাচের অতিরিক্ত সময়েরও শেষ মুহূর্তে সমতা ফেরাল এফসি গোয়া। ফলে এখনও পর্যন্ত এবারের আইএসএল-এ জয় অধরাই থেকে গেল নবাগত দল মহমেডান স্পোর্টিং-এর। প্রথম খেলায় তারা নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল ১-০ গোলে। শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত রাখল তারা। ফলে দুটি ম্যাচ থেকে মহমেডানের ঝুলিতে এল ১ পয়েন্ট।

শনিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত মহমেডান স্পোর্টিং বনাম এফসি গোয়া ম্যাচ প্রথমার্ধে গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে আলেক্সিস গোমেজের গোলে এগিয়ে যায় মহমেডান। ম্যাচে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে এফসি গোয়া। এবং ফলও পেয়ে যায়। মহমেডান সমর্থকরা যখন তাদের দলের জয় সম্পর্কে মোটামুটি নিশ্চিত তখন গোল করে বসেন গোয়ার আরমান্দো সাদিকু। ম্যাচ ১-১ গোলে অমীমাংসিত থাকে।

দাপট ছিল মহমেডানের

তবে সত্যি কথা বলতে কি এবারের আইএসএল-এ মহমেডানের খেলা কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না। প্রথম ম্যাচে নর্থইস্টের কাছে অল্পের জন্য হেরে গিয়েছিল। আর শনিবার তো রীতিমতো আধিপত্য নিয়ে খেলল মহমেডান। ম্যাচের স্কোরশিট কিন্তু আসল চিত্র তুলে ধরছে না। গোটা ম্যাচে মহমেডান যে দাপুটে ফুটবল খেলেছে তা অবশ্যই প্রশংসাযোগ্য। গোল করার যেসব সুযোগ মহমেডান হাতে পেয়েছিল সেসব ঠিকঠাক কাজে লাগাতে পারলে এই ম্যাচে অনায়াসে জেতা উচিত ছিল মহমেডানের। কিন্তু তা হল না। শেষ মুহূর্তের সুযোগে গোল শোধ করে ফেলল গোয়া।

প্রথমার্ধে গোল করার বারবার সুযোগ পেয়েছে মহমেডান স্পোর্টিং – কখনও মাকান ছোটে, কখনও বা ফ্রাঙ্কা আবার কখনও আলেক্সিস গোমেজ। শেষ মুহূর্তে নিজের দলকে বাঁচিয়ে দিচ্ছিলেন গোয়ার গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমানি। মহমেডানকে কী করে আটকাবে তার থই পাচ্ছিল না গোয়া। কিন্তু শেষ পর্যন্ত গোল হয়নি।

isl mohammedan 22.09

গোয়ার রক্ষণভাগে মহমেডানের হানা। ছবি: সঞ্জয় হাজরা।

মহমেডানের গোল পেনাল্টি থেকে

দ্বিতীয়ার্ধেও একই ছবি। গোয়ার রক্ষণভাগে বারবার ঝাঁপিয়ে পড়ছিল মহমেডান। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রাঙ্কার শট নিজেরই দলের অমরজিত কিয়ামের পায়ে লেগে গোয়ার গোলে প্রায় ঢুকে গিয়েছিল। শেষ মুহূর্তে বাঁচিয়ে দেন কাট্টিমানি। একটু পরেই আলেক্সিসের শট গোয়ার বারের উপর দিয়ে উড়ে যায়।

অবশেষে ম্যাচের ৬৬ মিনিটে গোল পেয়ে যায় মহমেডান। নিজেদের বক্সে ফ্রাঙ্কাকে পিছন থেকে এসে ফেলে দেন গোয়ার ডিফেন্ডার ওদেই ওনান্দিয়া। রেফারি পেনাল্টি দেন। পেনাল্টি শট আটকানোর জন্য কাট্টিমানি উলটো দিকে ঝাঁপান। তারই ফাঁকে স্বচ্ছন্দে গোল করেন আলেক্সিস গোমেজ।

একটা সুযোগেই গোল গোয়ার

নির্ধারিত সময় পেরিয়ে ম্যাচ গড়িয়ে গেল অতিরিক্ত সময়ে। ম্যাচ শেষ হতে আর হয়তো মিনিটদুয়েক আগে। দলের সমর্থকরা তখন আনন্দে নাচতে শুরু করে দিয়েছেন। কিন্তু মুহূর্তের মধ্যে বদলে গেল ছবি। গোল খেয়ে গেল মহমেডান।

বাঁ দিক থেকে ভেসে আসা বলে সজোরে হেড করলেন মোহনবাগান থেকে বাতিল হয়ে যাওয়া ফুটবলার আরমান্দো সাদিকু। সাদিকুর শট মহমেডানের গোলকিপার পদম ছেত্রীকে পরাস্ত করে জড়িয়ে গেল জালে। একটা সুযোগেই গোল পেয়ে গেল গোয়া। জেতা হল না মহমেডানের।

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: তৃতীয় দিনে শুবমন ও ঋষভের সেঞ্চুরি, অশ্বিন এবার খেলা দেখাচ্ছেন বোলিং-এ

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল...

আইএসএল: দাপটে খেলে মহমেডানকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান এসজি: ৩ (জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেগ স্টুয়ার্ট) মহমেডান স্পোর্টিং এসসি: ০ কলকাতা: দুর্দান্ত...

আইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো জর্জ

কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত