Homeখেলাধুলোফুটবলআইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

আইএসএল: এবারে রয়েছে মহমেডান স্পোর্টিংও, প্রতিযোগিতা শুরু শুক্রবার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: এবারের আইএসএল-এ (ইন্ডিয়ান সুপার লিগ) প্রতিযোগী দলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে। কলকাতা ময়দানের দুই প্রধানের পাশাপাশি যোগ হয়েছে তৃতীয় প্রধান মহমেডান স্পোর্টিংও। গত মরশুমে আই লিগ জেতার সুবাদে ত্রয়োদশ দল হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব। সুতরাং প্রতিযোগী ১৩টি দলের মধ্যে ৩টিই কলকাতার।

যে ১৩টি দল এবারের আইএসএল-এ খেলতে নামছে তারা হল মোহনবাগান সুপার জায়ান্ট (এমবিএসজি), মুম্বই সিটি এফসি, এফসি গোয়া, ওড়িশা এফসি, কেরল ব্লাস্টার্স, চেন্নাইয়িন এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, পাঞ্জাব এফসি, ইস্টবেঙ্গল এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি, হায়দরাবাদ এফসি এবং মহমেডান এসসি।

প্রথম ম্যাচ মোহনবাগান বনাম মুম্বই এফসি

শুক্রবার শুরু হচ্ছে এবারের আইএসএল। প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে গত আইএসএল-এর চ্যাম্পিয়ন ও শিল্ডজয়ী মোহনবাগান এবং গতবারের আইএসএল কাপ জয়ী  মুম্বই এফসি। খেলা শুরু হচ্ছে সন্ধে সাড়ে ৭টায় কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

গতবার ২২ ম্যাচ থেকে ৪৮ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয় এবং শিল্ড জেতে। মুম্বই ২২ ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট সংগ্রহ করে রানার্স আপ হয়। হোম ম্যাচে মুম্বইকে ২-১ গোলে হারায় মোহনবাগান। আর একই ফলে মোহনবাগানকে মুম্বই হারায় নিজেদের হোম ম্যাচে। শেষ পর্যন্ত প্লে অফের ফাইনালে মোহনবাগানকে ৩-১ গোলে হারিয়ে আইএসএল কাপ জিতে নেয় মুম্বই এফসি।  

এবার মোহনবাগানের কোচের দায়িত্বে রয়েছেন হোসে মোলিনা। আন্তোনিও আবাসকে সরিয়ে মলিনাকে কোচ করেছে মোহনবাগান। ২০১৬ সালে আবাসকে সরিয়ে মোলিনা ‘আতলেতিকো দে কলকাতা’র (এটিকে) কোচ করা হয়। তিনি এটিকে-কে সেবছর চ্যাম্পিয়নও করেন। দেখা যাক, এবার মোলিনা মোহনবাগানের জন্য কী করতে পারেন।     

সাম্প্রতিকতম

মহানগরীতে ঠাকুর দেখা ১: রাজীব বসুর ক্যামেরায়

একদিকে ডাক্তাররা বসে আছেন ধর্মতলার অনশন-মঞ্চে অন্যদিকে জনস্রোত নেমেছে কলকাতার বিভিন্ন পূজামণ্ডপে – শহরের...

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা করে পদার্থবিদ্যায় নোবেল পেলেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিন্টন  

এবার পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন হপফিল্ড এবং কানাডার জিওফ্রে হিন্টন।...

কলগামে পঞ্চমবারের জন্য জয়ী হলেন সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি

সিপিআই (এম) নেতা মোহাম্মদ ইউসুফ তারিগামি কলগাম আসনে পঞ্চমবারের জন্য জয়ী হয়েছেন। তিনি ৩৩,৩৯০ ভোট পেয়ে জামাত-এ-ইসলামি প্রার্থী সায়ার রেশিকে পরাজিত করেছেন।

‘সত্যের জয় হয়েছে,’ হরিয়ানা বিধানসভা নির্বাচনে জিতে বললেন বিনেশ ফোগাট

কুস্তিগীর বিনেশ ফোগাট জুলানা আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিনেশ ফোগাটের জয়ে কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস বাড়ছে।

আরও পড়ুন

আইএসএল: পরাজয়ের রেকর্ড করে চলেছে ইস্টবেঙ্গল, এবার হারল জামশেদপুরের কাছে

জামশেদপুর এফসি: ২ (রেই তাচিকাওয়া, লালচুংনুঙ্গা, আত্মঘাতী) ইস্টবেঙ্গল...

আইএসএল: দাপটে খেলে মহমেডানকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান

মোহনবাগান এসজি: ৩ (জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস, গ্রেগ স্টুয়ার্ট) মহমেডান স্পোর্টিং এসসি: ০ কলকাতা: দুর্দান্ত...

আইএসএলে হারের হ্যাটট্রিকের জের, কোচের পদ ছেড়ে দিলেন কুয়াদ্রাত, আপাতত দায়িত্বে বিনো জর্জ

কলকাতা: স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল ইস্টবেঙ্গল এফসির। দলের প্রধান...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?