Homeখেলাধুলোফুটবলজামশেদপুরে শেষ মুহূর্তের ধাক্কা, আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল মোহনবাগান

জামশেদপুরে শেষ মুহূর্তের ধাক্কা, আইএসএলের সেমিফাইনালের প্রথম লেগে হেরে গেল মোহনবাগান

প্রকাশিত

জামশেদপুর ২ (সিভেরিয়ো, জ়াভি)
মোহনবাগান ১ (কামিংস)

জামশেদপুরে গিয়ে সেমিফাইনালের প্রথম পর্বেই হারের মুখে পড়ল মোহনবাগান। বৃহস্পতিবার আইএসএলের লিগ-শিল্ডজয়ীরা ১-২ গোলে জামশেদপুরের কাছে পরাজিত হয়। শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাতছাড়া করে সবুজ-মেরুন শিবির। জেসন কামিংসের দুরন্ত ফ্রিকিকেও হার রোখা যায়নি।

প্রথমার্ধে ব্যর্থ মোহনবাগান

মনবীর সিংহ ও আপুইয়াকে ছাড়াই খেলতে নেমেছিল মোহনবাগান। দুই গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতি দলের খেলায় প্রভাব ফেলে। রিজ়ার্ভ বেঞ্চে থাকা দিমিত্রি পেত্রাতোস এবং জেমি ম্যাকলারেনের অভাব বার বার অনুভূত হয়। প্রথমার্ধে মাঝমাঠে খেলার নিয়ন্ত্রণে স্পষ্টভাবে ঘাটতি দেখা যায়।

খেলার শুরুতেই পেনাল্টি পেতে পারত জামশেদপুর। আশিস রাইয়ের হাতে বল লাগলেও রেফারি কর্নার দেন, যা সহজেই ক্লিয়ার করে মোহনবাগান। তবে খেলা যত এগোতে থাকে, জামশেদপুরের আক্রমণ আরও তীব্র হতে থাকে।

দুর্দান্ত কামিংসের গোলেও হার এড়ানো গেল না

ম্যাচের ৩৪ মিনিটে স্টুয়ার্টের ফ্রিকিক থেকে আলবের্তো রদ্রিগেসের হেড বার পোস্টে লেগে ফিরে আসে। তবে তিন মিনিটের মধ্যে কামিংস এক অসাধারণ ফ্রিকিকে গোল করে মোহনবাগানকে সমতায় ফেরান। প্রায় ৩৫ গজ দূর থেকে নেওয়া ফ্রিকিকের বল গোলরক্ষকের পক্ষে রুখে দেওয়া অসম্ভব ছিল।

শেষ মুহূর্তে ভিলেন ঋত্বিক

দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করলেও মোহনবাগানকে আরও একবার হতাশ হতে হয়। আসানসোলের ছেলে ঋত্বিক দাস বদলি হিসেবে নেমে জামশেদপুরের আক্রমণকে প্রাণবন্ত করে তোলেন। বাঁ দিক থেকে ঋত্বিকের দুর্দান্ত ক্রস চলন্ত অবস্থায় জাভি হের্নান্দেস পা লাগিয়ে গোল করে জামশেদপুরকে ২-১ গোলে এগিয়ে দেন।

ক্লান্ত মোহনবাগান, সুযোগ কাজে লাগায় জামশেদপুর

ম্যাকলারেন ও পেত্রাতোসকে নামিয়েও মোহনবাগান আক্রমণে ধার বাড়াতে পারেনি। মাঝমাঠে অনিয়ন্ত্রিত খেলার কারণে বার বার আক্রমণ নস্যাৎ হয়ে যায়। শেষ পর্যন্ত জামশেদপুরের রক্ষণে আটকে পড়ে সবুজ-মেরুন।

সমালোচনা কোচের পরিকল্পনা নিয়ে

কামিংসের অসাধারণ ফ্রিকিক সত্ত্বেও কেন হোসে মোলিনা বেঞ্চে রেখেছিলেন পেত্রাতোস ও ম্যাকলারেনকে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মনবীরের জায়গায় খেলানো সাহাল সামাদও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

ফেরার আশা দ্বিতীয় লেগে

মোহনবাগানের সামনে এখন সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ। জামশেদপুরের মাটিতে হেরে গেলেও ঘরের মাঠে জয়ের আশা করছে সবুজ-মেরুন।

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

আইপিএল ২০২৫: কুপোকাত মুম্বই, শ্রেয়স আয়ারের ব্যাটিং ঝড়ে ফাইনালে পঞ্জাব, মুখোমুখি বেঙ্গালুরুর

মুম্বই ইন্ডিয়ান্স: ২০৩-৬ (সূর্যকুমার যাদব ৪৪, তিলক বর্মা ৪৪, জনি বেয়ারস্টো ৩৮, আজমাতুল্লাহ ওমরজাই...

ফেডারেশনের পুরস্কারে বাংলার জয়জয়কার, বর্ষসেরা শুভাশিস, সেরা গোলকিপার বিশাল, সম্মান পেলেন আরও অনেকে

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন মোহনবাগানের শুভাশিস বসু। সেরা গোলকিপারের সম্মান পেলেন বিশাল কাইথ। মহিলাদের বিভাগেও ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলথ পেলেন স্বীকৃতি।

কিশোর ভারতী স্টেডিয়ামে মহিলা ফুটবল প্রতিযোগিতা কন্যাশ্রী কাপের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার সূচনা হল কন্যাশ্রী কাপের। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ পরিচালিত এই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে