Homeখেলাধুলোফুটবলমোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

মোলিনার কথায়, “চাপ আমার বন্ধু। ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে বেঁচে আছি। তবে সমস্যাটা হল, যখন বাড়িতে থাকি, তখন কোনো চাপ থাকে না।”

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ হোসে মোলিনা। শুক্রবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর সুপার কাপ থেকে বিদায় নেওয়ার একদিনের মধ্যেই মোলিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ‘স্পোর্টসস্টার’-এর সূত্রে এই খবর জানা গেছে।

২০২৪-২৫ মরশুমের শুরুতে মোহনবাগানের দায়িত্ব পান মোলিনা। তাঁর কোচিংয়েই দল ঐতিহাসিক ডাবল জয় করেছে—একই মরশুমে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতে দ্বিতীয় ভারতীয় দল হিসেবে এই কীর্তি গড়ে ‘মেরিনার্স’। এর আগে মুম্বই সিটি এফসি-ই একমাত্র দল ছিল যারা এই কৃতিত্ব দেখিয়েছিল।

তবে সাফল্যের পরও এই মরশুমে মোহনবাগানকে ভুগতে হয়েছে। ডুরান্ড কাপ ও সুপার কাপ—দুই টুর্নামেন্ট থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে বিদায় নিতে হয়েছে। পাশাপাশি সেপাহানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ইরানে খেলতে না যাওয়ায় মোহনবাগান প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। দলের এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের ক্ষোভও ছড়ায়।

ডার্বির পর সাংবাদিক সম্মেলনে মোলিনা দলের গঠন ও ট্রান্সফার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবার আমরা যখন বিদেশি মিডফিল্ডারদের নিয়ে দলগুলোর বিরুদ্ধে খেলি, তখন বলের দখল রাখতে পারি না। আত্মপক্ষ সমর্থনে বিশেষ কিছু বলতে পারি না। আমি বিদেশি মিডফিল্ডার আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি।”

এই মন্তব্যেই স্পষ্ট হয় কোচ ও ক্লাব ব্যবস্থাপনার মধ্যে সম্পর্কের টানাপোড়েন।

সাংবাদিক সম্মেলনে মোলিনা আরও বলেন, “আপনারা জানেন, চাপ আমার বন্ধু। ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে বেঁচে আছি। এটা আমার জীবনের অঙ্গ। তবে সমস্যাটা হল, যখন বাড়িতে থাকি, তখন কোনো চাপ থাকে না।” এই কথাই তাঁর সম্ভাব্য বিদায়ের ইঙ্গিত দেয়।

২০১৬ সালে আতলেতিকো দে কলকাতাকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন মোলিনা। পরে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত তিনি স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন, যেখানে তিনি ফার্নান্দো হিয়েরো-র উত্তরসূরি ছিলেন।

অ্যান্টোনিও লোপেজ হাবাসের বিদায়ের পর মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন মোলিনা। তবে একটি মরশুমের মধ্যেই সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

SourceSporstar

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

জমি-বাড়ি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে পুর-মিউটেশন! নতুন নিয়ম আনছে রাজ্য সরকার

জমি-বাড়ি কেনাবেচায় আর নয় পুরসভার দৌড়ঝাঁপ। রেজিস্ট্রেশনের সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে পুর-মিউটেশন। নতুন এই ব্যবস্থা আনছে রাজ্য সরকার, যাতে হয়রানি কমে ও কর সংগ্রহ বাড়ে।

বিশ্বকাপের ফাইনাল, এর চেয়ে বড় সুযোগ জীবনে আর কিছু হতে পারে না: হরমনপ্রীত কৌর

খবর অনলাইন ডেস্ক: দু’দিন আগেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা...

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: ম্যাকলারেনের জোড়া গোলে মোহনবাগান জয়ী, পয়েন্ট খোয়াল ইস্টবেঙ্গল

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (জেমি ম্যাকলারেন) চেন্নাইয়িন এফসি: ০ ইস্টবেঙ্গল এফসি: ২ (নাওরেম মহেশ সিং,...