Homeখেলাধুলোফুটবলমোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

মোলিনার কথায়, “চাপ আমার বন্ধু। ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে বেঁচে আছি। তবে সমস্যাটা হল, যখন বাড়িতে থাকি, তখন কোনো চাপ থাকে না।”

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ হোসে মোলিনা। শুক্রবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর সুপার কাপ থেকে বিদায় নেওয়ার একদিনের মধ্যেই মোলিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ‘স্পোর্টসস্টার’-এর সূত্রে এই খবর জানা গেছে।

২০২৪-২৫ মরশুমের শুরুতে মোহনবাগানের দায়িত্ব পান মোলিনা। তাঁর কোচিংয়েই দল ঐতিহাসিক ডাবল জয় করেছে—একই মরশুমে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতে দ্বিতীয় ভারতীয় দল হিসেবে এই কীর্তি গড়ে ‘মেরিনার্স’। এর আগে মুম্বই সিটি এফসি-ই একমাত্র দল ছিল যারা এই কৃতিত্ব দেখিয়েছিল।

তবে সাফল্যের পরও এই মরশুমে মোহনবাগানকে ভুগতে হয়েছে। ডুরান্ড কাপ ও সুপার কাপ—দুই টুর্নামেন্ট থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে বিদায় নিতে হয়েছে। পাশাপাশি সেপাহানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ইরানে খেলতে না যাওয়ায় মোহনবাগান প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। দলের এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের ক্ষোভও ছড়ায়।

ডার্বির পর সাংবাদিক সম্মেলনে মোলিনা দলের গঠন ও ট্রান্সফার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবার আমরা যখন বিদেশি মিডফিল্ডারদের নিয়ে দলগুলোর বিরুদ্ধে খেলি, তখন বলের দখল রাখতে পারি না। আত্মপক্ষ সমর্থনে বিশেষ কিছু বলতে পারি না। আমি বিদেশি মিডফিল্ডার আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি।”

এই মন্তব্যেই স্পষ্ট হয় কোচ ও ক্লাব ব্যবস্থাপনার মধ্যে সম্পর্কের টানাপোড়েন।

সাংবাদিক সম্মেলনে মোলিনা আরও বলেন, “আপনারা জানেন, চাপ আমার বন্ধু। ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে বেঁচে আছি। এটা আমার জীবনের অঙ্গ। তবে সমস্যাটা হল, যখন বাড়িতে থাকি, তখন কোনো চাপ থাকে না।” এই কথাই তাঁর সম্ভাব্য বিদায়ের ইঙ্গিত দেয়।

২০১৬ সালে আতলেতিকো দে কলকাতাকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন মোলিনা। পরে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত তিনি স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন, যেখানে তিনি ফার্নান্দো হিয়েরো-র উত্তরসূরি ছিলেন।

অ্যান্টোনিও লোপেজ হাবাসের বিদায়ের পর মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন মোলিনা। তবে একটি মরশুমের মধ্যেই সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

SourceSporstar

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ৮ জনের মৃত্যু, আহত অন্তত ৩

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

বঙ্গে হেমন্ত! নেমেছে তাপমাত্রা—কবে আসছে শীত?

বঙ্গজুড়ে নেমেছে তাপমাত্রা, ভোরে কুয়াশার চাদরে মোড়া শহর ও গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে শীতের আগমনী হাওয়া বইছে।

আরও পড়ুন

বাণিজ্যিক অংশীদার খুঁজে পেল না এআইএফএফ, অনিশ্চয়তায় আইএসএলের ভবিষ্যৎ

খবর অনলাইন ডেস্ক: ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল, ISL) ভবিষ্যৎ নিয়ে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...