Home খেলাধুলো ফুটবল মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

মোহনবাগান ছাড়ছেন হোসে মোলিনা, ঐতিহাসিক ডাবল জয়ের পরই বিদায় স্প্যানিশ কোচের

মোলিনার কথায়, “চাপ আমার বন্ধু। ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে বেঁচে আছি। তবে সমস্যাটা হল, যখন বাড়িতে থাকি, তখন কোনো চাপ থাকে না।”

হোসে মোলিনা। ছবি 'এক্স' থেকে নেওয়া।

খবর অনলাইন ডেস্ক: মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাতে চলেছেন দলের প্রধান কোচ হোসে মোলিনা। শুক্রবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর সুপার কাপ থেকে বিদায় নেওয়ার একদিনের মধ্যেই মোলিনা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ‘স্পোর্টসস্টার’-এর সূত্রে এই খবর জানা গেছে।

২০২৪-২৫ মরশুমের শুরুতে মোহনবাগানের দায়িত্ব পান মোলিনা। তাঁর কোচিংয়েই দল ঐতিহাসিক ডাবল জয় করেছে—একই মরশুমে লিগ শিল্ড এবং আইএসএল কাপ জিতে দ্বিতীয় ভারতীয় দল হিসেবে এই কীর্তি গড়ে ‘মেরিনার্স’। এর আগে মুম্বই সিটি এফসি-ই একমাত্র দল ছিল যারা এই কৃতিত্ব দেখিয়েছিল।

তবে সাফল্যের পরও এই মরশুমে মোহনবাগানকে ভুগতে হয়েছে। ডুরান্ড কাপ ও সুপার কাপ—দুই টুর্নামেন্ট থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের কাছে বিদায় নিতে হয়েছে। পাশাপাশি সেপাহানের বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ ইরানে খেলতে না যাওয়ায় মোহনবাগান প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। দলের এই সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের ক্ষোভও ছড়ায়।

ডার্বির পর সাংবাদিক সম্মেলনে মোলিনা দলের গঠন ও ট্রান্সফার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “প্রতিবার আমরা যখন বিদেশি মিডফিল্ডারদের নিয়ে দলগুলোর বিরুদ্ধে খেলি, তখন বলের দখল রাখতে পারি না। আত্মপক্ষ সমর্থনে বিশেষ কিছু বলতে পারি না। আমি বিদেশি মিডফিল্ডার আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা সম্ভব হয়নি।”

এই মন্তব্যেই স্পষ্ট হয় কোচ ও ক্লাব ব্যবস্থাপনার মধ্যে সম্পর্কের টানাপোড়েন।

সাংবাদিক সম্মেলনে মোলিনা আরও বলেন, “আপনারা জানেন, চাপ আমার বন্ধু। ছোটবেলায় আমি যখন খেলা শুরু করি, তখন থেকেই চাপের মধ্যে বেঁচে আছি। এটা আমার জীবনের অঙ্গ। তবে সমস্যাটা হল, যখন বাড়িতে থাকি, তখন কোনো চাপ থাকে না।” এই কথাই তাঁর সম্ভাব্য বিদায়ের ইঙ্গিত দেয়।

২০১৬ সালে আতলেতিকো দে কলকাতাকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন মোলিনা। পরে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত তিনি স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেন, যেখানে তিনি ফার্নান্দো হিয়েরো-র উত্তরসূরি ছিলেন।

অ্যান্টোনিও লোপেজ হাবাসের বিদায়ের পর মোহনবাগানের দায়িত্ব নিয়েছিলেন মোলিনা। তবে একটি মরশুমের মধ্যেই সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।

আরও পড়ুন

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version