মোহনবাগান সুপার জায়ান্ট: ৪ (শুভাশিস বোস ২, মনবীর সিংহ ২) মহমেডান এসসি: ০
কলকাতা: এ বারের আইএসএল-এ মহমেডান স্পোর্টিং রয়েছে টেবিলের একেবারে নীচের স্থানে। সেই ‘লাস্ট বয়’কে হেলায় হারিয়ে নিজেদের শীর্ষ স্থানে থাকা আরও জোরদার করল মোহনবাগান সুপার জায়ান্ট। গত বারের শিল্ডজয়ীরা এ বারেও শিল্ড জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে গেল। টানা ১১টা ম্যাচে তারা অপরাজেয় রইল। ১৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।
শনিবার কলকাতার সল্ট লেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে মোহনবাগান ৪-০ গোলে হারাল মহমেডানকে। ২টি করে গোল করেন সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বোস এবং দলের মিডফিল্ডার মনবীর সিংহ। প্রথমার্ধেই মোহনবাগান ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা ফল ৪-০ নিয়ে যায়।
মোহনবাগানের প্রথম গোল আসে ১২ মিনিটের মাথায়। লিস্টন কোলাসোর কর্নারে হেড দিলে জেমি ম্যাকলারেনের কাছে পাঠিয়ে দেন মনবীর সিংহ। ম্যাকলারেনের পা ঘুরে বল আসে দীপেন্দু বিশ্বাসের পায়ে। মহমেডানের গোলের সামনেই ছিলেন শুভাশিস বোস। তাঁকে মাপা পাস বাড়ান দীপেন্দু। শুভাশিস তাঁর পায়ের টোকায় বল মহমেডানের জালে জড়িয়ে দেন। আট মিনিট পরেই আবার গোল। এ বার গোলদাতা মনবীর। জেসন কামিংসের কর্নার সাদা-কালো বাহিনীর গোলের সামনে পৌঁছোলে তাতে হেড করে গোলে পাঠিয়ে দেন মনবীর।

এ দিনের দুই গোলদাতা শুভাশিস ও মনবীর।
মোহনবাগানের তিন নম্বর গোল আসে শুভাশিসের পা থেকে। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করে মোহনবাগান। বাঁ দিকের উইং থেকে কামিংস বল হাওয়ায় ভাসিয়ে দেন বক্সে থাকা ম্যাকলারেনের উদ্দেশে। ম্যাকলারেন গোললাইনের সামনে থাকা শুভাশিসের উদ্দেশে ফ্লিক করেন এবং গোলের দিকে ঘুরে গিয়ে মহমেডানের গোলে বল পাঠিয়ে দেন। চলতি লিগে এই নিয়ে আধ ডজন গোল করে ফেললেন বঙ্গ তারকা।
বিরতির ঠিক আগে মহমেডানের মিডফিল্ডার মির্জালল কাসিমভ লাল কার্ড দেখে বেরিয়ে যান। ফলে ম্যাচের অর্ধেকটারও বেশি দশজনে খেলতে হয় মহমেডানকে। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয় মোহনবাগান। অসাধারণ হেডে এক অনবদ্য গোল করেন মনবীর। বাঁ দিক থেকে কামিংসের মাপা ক্রস মহমেডানের বক্সের মাঝখানে পৌঁছলে অনেকটা লাফিয়ে তাতে হেড করেন মনবীর। সেই হেডে সরাসরি পরাস্ত হন সাদা-কালো বাহিনীর গোলকিপার পদম ছেত্রী (৪-০)। এই নিয়ে চলতি লিগে পঞ্চম গোল হল মনবীরের। এ ছাড়াও তিনটি অ্যাসিস্টও করেছেন তিনি।
ছবি: সঞ্জয় হাজরা