Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: ‘লাস্ট বয়’কে হেলায় হারাল মোহনবাগান, দুটি করে গোল শুভাশিস, মনবীরের...

আইএসএল ২০২৪-২৫: ‘লাস্ট বয়’কে হেলায় হারাল মোহনবাগান, দুটি করে গোল শুভাশিস, মনবীরের  

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৪ (শুভাশিস বোস ২, মনবীর সিংহ ২) মহমেডান এসসি: ০

কলকাতা: এ বারের আইএসএল-এ মহমেডান স্পোর্টিং রয়েছে টেবিলের একেবারে নীচের স্থানে। সেই ‘লাস্ট বয়’কে হেলায় হারিয়ে নিজেদের শীর্ষ স্থানে থাকা আরও জোরদার করল মোহনবাগান সুপার জায়ান্ট। গত বারের শিল্ডজয়ীরা এ বারেও শিল্ড জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে গেল। টানা ১১টা ম্যাচে তারা অপরাজেয় রইল। ১৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৩ পয়েন্ট।

শনিবার কলকাতার সল্ট লেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে মোহনবাগান ৪-০ গোলে হারাল মহমেডানকে। ২টি করে গোল করেন সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বোস এবং দলের মিডফিল্ডার মনবীর সিংহ। প্রথমার্ধেই মোহনবাগান ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা ফল ৪-০ নিয়ে যায়।

মোহনবাগানের প্রথম গোল আসে ১২ মিনিটের মাথায়। লিস্টন কোলাসোর কর্নারে হেড দিলে জেমি ম্যাকলারেনের কাছে পাঠিয়ে দেন মনবীর সিংহ। ম্যাকলারেনের পা ঘুরে বল আসে দীপেন্দু বিশ্বাসের পায়ে। মহমেডানের গোলের সামনেই ছিলেন শুভাশিস বোস। তাঁকে মাপা পাস বাড়ান দীপেন্দু। শুভাশিস তাঁর পায়ের টোকায় বল মহমেডানের জালে জড়িয়ে দেন। আট মিনিট পরেই আবার গোল। এ বার গোলদাতা মনবীর। জেসন কামিংসের কর্নার সাদা-কালো বাহিনীর গোলের সামনে পৌঁছোলে তাতে হেড করে গোলে পাঠিয়ে দেন মনবীর।

isl mb wins 01.02 1

এ দিনের দুই গোলদাতা শুভাশিস ও মনবীর।

মোহনবাগানের তিন নম্বর গোল আসে শুভাশিসের পা থেকে। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করে মোহনবাগান। বাঁ দিকের উইং থেকে কামিংস বল হাওয়ায় ভাসিয়ে দেন বক্সে থাকা ম্যাকলারেনের উদ্দেশে। ম্যাকলারেন গোললাইনের সামনে থাকা শুভাশিসের উদ্দেশে ফ্লিক করেন এবং গোলের দিকে ঘুরে গিয়ে মহমেডানের গোলে বল পাঠিয়ে দেন। চলতি লিগে এই নিয়ে আধ ডজন গোল করে ফেললেন বঙ্গ তারকা। 

বিরতির ঠিক আগে মহমেডানের মিডফিল্ডার মির্জালল কাসিমভ লাল কার্ড দেখে বেরিয়ে যান। ফলে ম্যাচের অর্ধেকটারও বেশি দশজনে খেলতে হয় মহমেডানকে। সেই সুযোগে দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নেয় মোহনবাগান। অসাধারণ হেডে এক অনবদ্য গোল করেন মনবীর। বাঁ দিক থেকে কামিংসের মাপা ক্রস মহমেডানের বক্সের মাঝখানে পৌঁছলে অনেকটা লাফিয়ে তাতে হেড করেন মনবীর। সেই হেডে সরাসরি পরাস্ত হন সাদা-কালো বাহিনীর গোলকিপার পদম ছেত্রী (৪-০)। এই নিয়ে চলতি লিগে পঞ্চম গোল হল মনবীরের। এ ছাড়াও তিনটি অ্যাসিস্টও করেছেন তিনি।

ছবি: সঞ্জয় হাজরা        

সাম্প্রতিকতম

রাতের বেলায় মহিলাদের গ্রেফতারকে ‘অবৈধ’ বলা যাবে না, তবে মানতে হবে শর্ত: মাদ্রাজ হাইকোর্ট

মহিলাদের সূর্যাস্তের পর গ্রেপ্তারের আইনি বিধিনিষেধ নির্দেশিকা মাত্র, বাধ্যতামূলক নয় বলে রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। তবে, পুলিশকে যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের কাছে হেরে আশাভঙ্গ ইস্টবেঙ্গলের, হায়দরাবাদের কাছে হেরে হ্যাটট্রিক মহমেডানের  

চেন্নাইয়িন এফসি: ৩ (নিশু কুমার, উইলমার জোর্দান গিল, ড্যানিয়েল চিমা চুকু) ইস্টবেঙ্গল এফসি:...

আইএসএল ২০২৪-২৫: ম্যাকলারেনের জোড়া গোল, সঙ্গী কোলাসো, পঞ্জাবকে হেলায় হারিয়ে প্লে অফে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (জেমি ম্যাকলারেন ২, লিস্টন কোলাসো) ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে