মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (টম অলড্রেড, লিস্টন কোলাসো, জেমি ম্যাকলারেন)
জামশেদপুর এফসি: ০
কলকাতা: ঘরের মাঠে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে এ বারের আইএসএল-এ লিগ টেবিলের শীর্ষে চলে এল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্য দিকে মোহনবাগানের কাছে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করল জামশেদপুর এফসি।
শনিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন বাহিনী। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা জয়ের ব্যবধান বাড়িয়ে দেয়।
গত দুটি ম্যাচে দশ গোল খাওয়া জামশেদপুর এফসি শনিবারেও মোহনবাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারল না। তিনটে গোল হজম করতে হল তাদের। পুরো ম্যাচটা দাপটে খেলে জামশেদপুরকে কোণঠাসা করে রাখল মোহনবাগান। সারা ম্যাচে মোহনবাগান যেখানে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে আটটি শট নিয়েছিল, সেখানে ইস্পাতনগরীর দল সবুজ-মেরুন বাহিনীর গোল লক্ষ্য করে মাত্র দুটো শট নিয়েছিল। আর ৬৪ শতাংশ বল ছিল সবুজ-মেরুন বাহিনীরই দখলে।
ম্যাচের ১৫ মিনিটের মাথায় টম অলড্রেডের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে থাকার ব্যবধান বাড়িয়ে দেন লিস্টন কোলাসো। আর মোহনবাগানের তৃতীয় তথা চূড়ান্ত গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে। গোল করেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন।
দ্বিতীয় গোল কোলাসোর।
প্রথমার্ধে ২-০ এগিয়ে গেল সবুজ-মেরুন
ম্যাচের ১৫ মিনিটের মাথায় প্রথম কর্নার পায় মোহনবাগান। জামশেদপুরের বক্সের ঠিক বাইরে কর্নার শট ধরে বল বক্সের মধ্যে পাঠিয়ে দেন দীপক টাঙরি। সেই বল আলবার্তো রডরিগুয়েজের মাথা ছুঁয়ে পৌঁছে যায় টম অলড্রেডের কাছে। অলড্রেড ডান পায়ের জোরালো শটে বল ঢুকিয়ে দেন গোলে।
দ্বিতীয় গোল আসে বিরতি হওয়ার ঠিক আগে। লিস্টন কোলাসো তাঁর অসাধারণ ড্রিবলে জামশেদপুরের একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে যে শট নেন তা পরাস্ত করে গোলকিপারকে। এ বারের আইএসএল-এ কলাসোর প্রথম গোল।
তৃতীয় গোল এল দ্বিতীয়ার্ধে
দু’ গোলে এগিয়ে থেকে মোহনবাগান যেন একটু ঝিমিয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধে। তবু তারই মধ্যে দলের তৃতীয় গোলটি এল ম্যাচের ৭৫ মিনিটে। সেন্টার লাইন থেকে দূরপাল্লার থ্রু ভাসিয়ে দেন টাঙরি। সেই বল ধরে কার্যত ফাঁকা এলাকা দিয়ে জামশেদপুরের বক্সে ঢুকে গোলের সামনে থাকা জেমি ম্যাকলারেনকে ছোট্ট স্কোয়ার পাস বাড়িয়ে দেন মনবীর। ছোট্ট টোকায় জামশেদপুরের জালে বল জড়াতে কোনো ভুল করেননি ম্যাকলারেন।
৮৩ মিনিটের মাথায় মোহনবাগানের একটি সুবর্ণ সুযোগ নষ্ট হয়। কোলাসোর শট পোস্টে ধাক্কা লেগে ফিরে আসে। তবে ৩-০ গোলে জয়ই মোহনবাগানকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে যায়।
লিগ টেবিলে প্রথম তিন স্থানে যে তিন দল
এ দিনের জয়ের ফলে ৮ ম্যাচ থেকে মোহনবাগান সংগ্রহ করল ১৭ পয়েন্ট। টপকে গেল বেঙ্গালুরু এফসিকে। সমসংখ্যক ম্যাচ থেকে বেঙ্গালুরুর সংগ্রহও ১৭ পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করল মোহনবাগান। মোহনবাগানের গোলপার্থক্য যেখানে আট, সেখানে বেঙ্গালুরুর গোলপার্থক্য সাত। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট ১৫। তারা অবশ্য ১টি ম্যাচ বেশি খেলেছে। ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে জামশেদপুর এফসি থাকল সপ্তম স্থানে।