Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: জামশেদপুরকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে চলে এল মোহনবাগান

আইএসএল ২০২৪-২৫: জামশেদপুরকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে চলে এল মোহনবাগান

প্রকাশিত

মোহনবাগান সুপার জায়ান্ট: ৩ (টম অলড্রেড, লিস্টন কোলাসো, জেমি ম্যাকলারেন)

জামশেদপুর এফসি: ০  

কলকাতা: ঘরের মাঠে জামশেদপুর এফসিকে ৩-০ গোলে হারিয়ে এ বারের আইএসএল-এ লিগ টেবিলের শীর্ষে চলে এল মোহনবাগান সুপার জায়ান্ট। অন্য দিকে মোহনবাগানের কাছে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করল জামশেদপুর এফসি।

শনিবার সল্ট লেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন বাহিনী। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে তারা জয়ের ব্যবধান বাড়িয়ে দেয়।

গত দুটি ম্যাচে দশ গোল খাওয়া জামশেদপুর এফসি শনিবারেও মোহনবাগানের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে পারল না। তিনটে গোল হজম করতে হল তাদের। পুরো ম্যাচটা দাপটে খেলে জামশেদপুরকে কোণঠাসা করে রাখল মোহনবাগান। সারা ম্যাচে মোহনবাগান যেখানে প্রতিপক্ষের গোল লক্ষ্য করে আটটি শট নিয়েছিল, সেখানে ইস্পাতনগরীর দল সবুজ-মেরুন বাহিনীর গোল লক্ষ্য করে মাত্র দুটো শট নিয়েছিল। আর ৬৪ শতাংশ বল ছিল সবুজ-মেরুন বাহিনীরই দখলে।

ম্যাচের ১৫ মিনিটের মাথায় টম অলড্রেডের গোলে এগিয়ে যায় মোহনবাগান। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে এগিয়ে থাকার ব্যবধান বাড়িয়ে দেন লিস্টন কোলাসো। আর মোহনবাগানের তৃতীয় তথা চূড়ান্ত গোলটি আসে দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে। গোল করেন অস্ট্রেলীয় ফরোয়ার্ড জেমি ম্যাকলারেন।

MB vs Jam Colaco 23.11

দ্বিতীয় গোল কোলাসোর।

প্রথমার্ধে ২-০ এগিয়ে গেল সবুজ-মেরুন

ম্যাচের ১৫ মিনিটের মাথায় প্রথম কর্নার পায় মোহনবাগান। জামশেদপুরের বক্সের ঠিক বাইরে কর্নার শট ধরে বল বক্সের মধ্যে পাঠিয়ে দেন দীপক টাঙরি। সেই বল আলবার্তো রডরিগুয়েজের মাথা ছুঁয়ে পৌঁছে যায় টম অলড্রেডের কাছে। অলড্রেড ডান পায়ের জোরালো শটে বল ঢুকিয়ে দেন গোলে।

দ্বিতীয় গোল আসে বিরতি হওয়ার ঠিক আগে। লিস্টন কোলাসো তাঁর অসাধারণ ড্রিবলে জামশেদপুরের একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ে যে শট নেন তা পরাস্ত করে গোলকিপারকে। এ বারের আইএসএল-এ কলাসোর প্রথম গোল।

তৃতীয় গোল এল দ্বিতীয়ার্ধে

দু’ গোলে এগিয়ে থেকে মোহনবাগান যেন একটু ঝিমিয়ে গিয়েছিল দ্বিতীয়ার্ধে। তবু তারই মধ্যে দলের তৃতীয় গোলটি এল ম্যাচের ৭৫ মিনিটে। সেন্টার লাইন থেকে দূরপাল্লার থ্রু ভাসিয়ে দেন টাঙরি। সেই বল ধরে কার্যত ফাঁকা এলাকা দিয়ে জামশেদপুরের বক্সে ঢুকে গোলের সামনে থাকা জেমি ম্যাকলারেনকে ছোট্ট স্কোয়ার পাস বাড়িয়ে দেন মনবীর। ছোট্ট টোকায় জামশেদপুরের জালে বল জড়াতে কোনো ভুল করেননি ম্যাকলারেন।

৮৩ মিনিটের মাথায় মোহনবাগানের একটি সুবর্ণ সুযোগ নষ্ট হয়। কোলাসোর শট পোস্টে ধাক্কা লেগে ফিরে আসে। তবে ৩-০ গোলে জয়ই মোহনবাগানকে লিগ টেবিলের শীর্ষে নিয়ে যায়।

লিগ টেবিলে প্রথম তিন স্থানে যে তিন দল

এ দিনের জয়ের ফলে ৮ ম্যাচ থেকে মোহনবাগান সংগ্রহ করল ১৭ পয়েন্ট। টপকে গেল বেঙ্গালুরু এফসিকে। সমসংখ্যক ম্যাচ থেকে বেঙ্গালুরুর সংগ্রহও ১৭ পয়েন্ট। কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করল মোহনবাগান। মোহনবাগানের গোলপার্থক্য যেখানে আট, সেখানে বেঙ্গালুরুর গোলপার্থক্য সাত। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে নর্থইস্ট ইউনাইটেড। তাদের পয়েন্ট ১৫। তারা অবশ্য ১টি ম্যাচ বেশি খেলেছে। ৮ ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করে জামশেদপুর এফসি থাকল সপ্তম স্থানে।     

সাম্প্রতিকতম

কবে থেকে শুরু আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

আগামী বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। ২০২৫ সালে এই পরীক্ষা হবে...

অসুস্থ নবজাতকদের প্রাণ বাঁচাতে অত্যাধুনিক ইনকিউবেটর বানালেন আইআইটি মাণ্ডির অধ্যাপক

হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন আইআইটি...

আরজি কর ধর্ষণ ও খুন মামলা: জামিনে হতাশ নির্যাতিতার মা, আক্রমণের নিশানায় সিবিআই

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেলেন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার মা।

হাই কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিনেতা অল্লু অর্জুন অন্তর্বর্তী জামিন পেলেন তেলঙ্গানা হাই কোর্টে।

আরও পড়ুন

বিতর্কের অবসান, সৌদি আরবের হাতে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব

সৌদি আরব পেতে চলেছে ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব। ফিফার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হলেও অধিকাংশ সদস্য দেশের সমর্থন পেয়েছে। বিস্তারিত জানুন।

আইএসএল ২০২৫: নর্থইস্টকে ২-০ গোলে হারিয়ে জয়ের হ্যাটট্রিক, লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (মনবীর সিং, লিস্টন কোলাসো) নর্থইস্ট...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে