সিকিম: কামো চলে গেছেন। ভেঙে গেছে কা-ক্রো জুটি। কিন্তু আসলে ভাঙেনি। এসে গেছেন ডিকা। আর সেই ডিকা-ক্রোমা জুটির দাপট বুধবার দেখল সিকিমের পালাজোর স্টেডিয়াম।
সিকিম গভর্নর্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে টিবেটান এনএসএ-কে মাত্র ১-০ গোলে হারাল মোহনবাগান। আর সেই গোলটাও এল ইনজুরি টাইমে। ৯৩ মিনিটে। গোল করলেন ক্রোমা। কিন্তু ফলাফল থেকে ম্যাচের গতি বোঝা যাবে না। গোটা ম্যাচেই দাপটের সঙ্গে খেলল সবুজমেরুন। ডিকার শট বারে লাগল, গোললাইন সেভ হল ক্রোমার শট। মাঝেমধ্যেই ভয়ঙ্কর হয়ে উঠেছেন ডিকা-ক্রোমা জুটি। মাঝমাঠে মানিয়ে নিয়েছেন দিয়েগো। দলের জয়ের পাশাপাশি এই দিকগুলো স্বস্তি দিয়েছে কোচ শঙ্করলালকে।
শুক্রবার শেষ চারের লড়াইয়ে ওএনজিসি-র মুখোমুখি হবে গঙ্গাপাড়ের ক্লাব।