sanjay sen

কলকাতা: চার বছর মোহনবাগানে কোচিং করে এই প্রথম গো ব্যাক ধ্বনি শুনতে হল তাঁকে। ম্যাচের পর বাগান জনতার অ্যারোজ ফুটবলারদের প্রশংসায় ভরিয়ে দেওয়ার ছবি টেলিভিশনের দর্শকরা দেখতে পেলেও দেখা যায়নি সঞ্জয় সেনকে নিয়ে তাদের তুমুল বিক্ষোভের ছবি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে পুলিশি প্রহরায় মাঠ ছাড়তে হল আই লিগ, ফেড কাপজয়ী কোচকে।

সঞ্জয়ের দলগঠন, স্ট্র্যাটেজি, খেলোয়াড় পরিবর্তন- সবকিছু নিয়েই প্রশ্ন উঠে গেছে। এর মধ্যেই পরিস্থিতি সামলাতে ময়দানে নামলেন ক্লাবকর্তারা। ম্যাচের পরই কোচ-ফুটবলারদের নিয়ে মিটিং হল তড়িঘড়ি। ফুটবলারদের কার্যত হলুদ কার্ড দেখিয়ে রাখা হল। ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। কিন্তু খেতাবের আশা এখনও শেষ হয়ে যায়নি। তাই শক্ত হাতে হাল ধরতে চাইছেন ডেবাশিস-টুম্পাইরা।

কিন্তু সঞ্জয় সেন? কী হবে তাঁর? কর্তারা এখনই কোচ বদলের কথা মুখে না বললেও ওয়ার্নিং বেল শুনতে পাচ্ছেন চেতলার বাসিন্দা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here