কলকাতা: নতুন মরশুমে দল গঠনের কাজ ধীরে ধীরে শুরু করছে দুই প্রধান। প্রথমেই লক্ষ্য বিদেশি নির্বাচন। আর সেটা করতে গিয়ে দলের পুপোনো বিদেশিকে প্রস্তাব দিল সবুজমেপুন।
মোহনবাগানের প্রায় ঘরের ছেলেই হয়ে গিয়েছিলেন কাতসুমি। কিন্তু চলতি মরশুমের প্রথম কোচ সঞ্জয় সেন তাঁকে দলে চাননি। তারপর পরিস্থিতি বদলেছে। ইস্টবেঙ্গলে খেলে নিজেকে ফের প্রমাণ করেছেন জাপানি মিডিও। বাগানের কোচও বদল হয়েছে। এই অবস্থায় গঙ্গাপারের ক্লাব নতুন করে আগামী মরশুমের জন্য প্রস্তাব দিয়েছে তাঁকে। সূত্রের খবর, কাতসুমি বাগানের প্রস্তাব নিয়ে সিরিয়াসলি ভাবছেন। কারণ এখনও তাঁর কাছে লালহলুদের কোনো প্রস্তাব নেই। যদিও এখনও মরশুম শেষ না হওয়ায় কাতসুমি, মোহনবাগান বা ইস্টবেঙ্গল- কোনো তরফেই কোনো সরকারি বক্তব্য পাওয়া যায়নি।
এখন প্রশ্ন হল, সৃঞ্জয়-দেবাশিসের অনুপস্থিতিতে কে দিলেন কাতসুমিকে প্রস্তাব। জানা যাচ্ছে, এ ব্যাপারে একটি এজেন্সির সাহায্য নিয়েছে বাগান। সেই এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছেন ফুটবল সচিব সত্যজিত চট্টোপাধ্যায়।
সেই একই এজেন্সির মারফত মোহনবাগান প্রস্তাব দিয়েছে আরও এক বিদেশি স্ট্রাইকারকে। তিনি হলেন গোকুলমের হেনরি কিসেক্কা। আই লিগের শেষ পর্বে এসে তিনি প্রায় নিয়মিত গোল করেছেন। গোল করেছেন বাগানের বিরুদ্ধেও।
এখন দেখার শেষ অবধি কী হয়।