কলকাতা: আই লিগের আগে বাগানের মিশন সিকিম। সেনা ফতোয়ায় ময়দান বন্ধ, তাই বারাসতে মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করছে মোহনবাগান। দিয়েগো, কিনোয়াকি এসে গেছেন। কিন্তু জেটল্যাগের জন্য এদিন অনুশীলন করেননি। সকালে ক্লাবে এসেছিলেন হেড কোচ সঞ্জয় সেন। ডিকা, ফৈয়াজ সহ মহমেডান থেকে আসা পাঁচ ফুটবলার এদিন অনুশালনে যোগ দিয়েছেন। সিএবি-তে চলল জিম সেশন। সিকিমে অ্যাস্ট্রোটার্ফে খেলতে হবে বলে বারাসতে টার্ফেই অনুশীলন করবে শঙ্করলালের দল। ৬ বা ৭ তারিখ একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে সবুজমেরুন।