কলকাতা: মরশুমে প্রথম অনুশীলনে নেমেই বাগান সমর্থকদের মন জিতে নিলেন সনি নর্দে। বললেন, তাঁর কাছে আইএসএল-আই লিগ মিলিয়ে সাতটি দলের অফার ছিল। কিন্ত বাগান সমর্থকদের আবেগকে ছেড়ে অন্য কিছু ভাবতে পারেননি। পাশাপাশি জানিয়ে দিলেন মোহনবাগান কর্তাদের সঙ্গেও তাঁর সম্পর্ক খুবই ভালো। সেটাও এই সিদ্ধান্তের পক্ষে গিয়েছে।
এদিন অনুশীলন শেষে সনি বলেন, এবারের সবুজমেরুন দল খুবই ভালো। পাঁচ বিদেশিই খুব ভালো নির্বাচন হয়েছে। আগের বার আই লিগ এবং ফেডারেশন কাপ দুটোরই খুব কাছ থেকে ফেরত যেতে হয়েছে, এবার তা যেন না হয়, সে ব্যাপারে চেষ্টার ত্রুটি রাখবেন না, জানিয়ে দিলেন হাইতিয়ান মিডিও। এবার আই লিগ গঙ্গাপাড়ের ক্লাবে আনবেনই, ভরসা দিলেন বাগান সমর্থকদের।
আরও পড়ুন: আগামী মরশুম থেকে ভারতে একটাই লিগ, জানালেন এএফসি প্রধান