mbfinal

ওয়েবডেস্ক: কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করে আপাতত লিগ শীর্ষে মোহনবাগান। জোড়া বিদেশি স্ট্রাইকার ম্যাচ বাই ম্যাচ ভরসা দিচ্ছে সবুজমেরুন শিবিরকে। অর্থাৎ হেনরি এবং ডিকা। নিজেদেরকে লিগে আরও মসৃণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার চতুর্থ ম্যাচে তারা মুখোমুখি হবে পিয়ারলেসের।

অবশ্য এই ম্যাচ নিয়ে কিছুটা চিন্তিত কোচ শঙ্করলাল চক্রবর্তী। বুধবার প্র্যাকটিস শেষে এমনটাই আভাস পাওয়া গেল তাঁর মুখে। যার কারণ পিয়ারলেসের পোড় খাওয়া কোচ বিশ্বজিত চক্রবর্তী। একইসঙ্গে পিয়ারলেস জার্সিতে ভালই ফুটবল খেলছেন মোহনবাগানের প্রাক্তনী ক্রোমা এবং আইলিগে খেলা স্ট্রাইকার অ্যানথনি উল্ফ।

সেই পিয়ারলেসকে বধ করতে আধুনিক ফুটবলের নতুন ছবি দেখাতে চাইছেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। খেলা চলাকালীন ফর্মেশনে বদল। কখনো ৩-২-৩-৩, কখনো ৩-৪-৩ তো কখনো ৪-৪-২। শঙ্করলালের দাবি, ফুটবলাররা এই নতুন পদ্ধতিতে খেলতে প্রস্তুত রয়েছেন। পাশাপাশি খেলোয়াড় পরিবর্তনেও থাকবে রোটেশন পদ্ধতি। তবে পরিস্থিতি বুঝে।

সবুজমেরুনে এই মুহূর্তে কোনো চোট আঘাতের সমস্যা নেই। অবিনাশ রুইদাস ছাড়া সকলেই সুস্থ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন