বেঙ্গালুরু: আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল আগেই প্লে অফে চলে গিয়েছিল। ষষ্ঠ দল হিসাবে কে যাবে সেই লড়াই ছিল ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে। আর সেটা নির্ভর করছিল মুম্বই সিটি এফসি বনাম ইতিমধ্যেই প্লে অফে চলে যাওয়া বেঙ্গালুরু এফসি-র লড়াইয়ে। শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল মুম্বইয়ের ভাগ্যে। মঙ্গলবার বেঙ্গালুরুকে ২-০ হারিয়ে ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল আইএসএলে গত বারের কাপ চ্যাম্পিয়নরা। ওড়িশা এফসিকে বিদায় নিতে হল।
লালিয়ানজ়ুয়ালা ছাংতে ও নিকোলাস কারেলিসের যুগলবন্দি মঙ্গলবার জিতিয়ে দিল মুম্বইকে। এ দিন ঘরের মাঠে সুনীলরা হেরে গেলেন মুম্বইয়ের কাছে। প্রথমার্ধেই দুটি গোল করে মুম্বই। ম্যাচের ৮ মিনিটের মাথায় বেঙ্গালুরুর পেনাল্টি বক্সের মধ্যে থেকে হর্ঘে ওর্তিস বাঁ পায়ে যে শট নেন তা ক্রসবারে লাগে। কিন্তু মাটিতে পড়ার আগেই নিকোলাস হেড করে বল পাঠিয়ে দেন ছাংতেকে। ছাংতে আসল কাজটি সম্পন্ন করেন। মুম্বই এগিয়ে যায় ১-০ গোলে।
গোল করে আরও উজ্জীবিত হয়ে ওঠে মুম্বই। তার ফল মেলে ম্যাচের ৩৬ মিনিটে। নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে নিকোলাসকে ফাউল করেন বেঙ্গালুরুর ডিফেন্ডার আলেকজ়ান্ডার ইয়োভানোভিচ। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি নিকোলাস। ম্যাচের দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের আধিপত্য থাকলেও আর কোনো গোল হয়নি। মুম্বই জিতে যায় ২-০ গোলে।
আইএসএল প্লে অফে যে ছ’টি দল পৌঁছোল সেগুলি হল মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি।