Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই...

আইএসএল ২০২৪-২৫: বেঙ্গালুরুকে হারিয়ে ষষ্ঠ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল মুম্বই  

প্রকাশিত

বেঙ্গালুরু: আইএসএল টেবিলে প্রথম পাঁচটি স্থানে থাকা দল আগেই প্লে অফে চলে গিয়েছিল। ষষ্ঠ দল হিসাবে কে যাবে সেই লড়াই ছিল ওড়িশা এফসি এবং মুম্বই সিটি এফসি-র মধ্যে। আর সেটা নির্ভর করছিল মুম্বই সিটি এফসি বনাম ইতিমধ্যেই প্লে অফে চলে যাওয়া বেঙ্গালুরু এফসি-র লড়াইয়ে। শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল মুম্বইয়ের ভাগ্যে। মঙ্গলবার বেঙ্গালুরুকে ২-০ হারিয়ে ষষ্ঠ দল হিসেবে প্লে-অফে পৌঁছে গেল আইএসএলে গত বারের কাপ চ্যাম্পিয়নরা। ওড়িশা এফসিকে বিদায় নিতে হল।

লালিয়ানজ়ুয়ালা ছাংতে ও নিকোলাস কারেলিসের যুগলবন্দি মঙ্গলবার জিতিয়ে দিল মুম্বইকে। এ দিন ঘরের মাঠে সুনীলরা হেরে গেলেন মুম্বইয়ের কাছে। প্রথমার্ধেই দুটি গোল করে মুম্বই। ম্যাচের ৮ মিনিটের মাথায় বেঙ্গালুরুর পেনাল্টি বক্সের মধ্যে থেকে হর্ঘে ওর্তিস বাঁ পায়ে যে শট নেন তা ক্রসবারে লাগে। কিন্তু মাটিতে পড়ার আগেই নিকোলাস হেড করে বল পাঠিয়ে দেন ছাংতেকে। ছাংতে আসল কাজটি সম্পন্ন করেন। মুম্বই এগিয়ে যায় ১-০ গোলে।

গোল করে আরও উজ্জীবিত হয়ে ওঠে মুম্বই। তার ফল মেলে ম্যাচের ৩৬ মিনিটে।  নিজেদের পেনাল্টি বক্সের মধ্যে নিকোলাসকে ফাউল করেন বেঙ্গালুরুর ডিফেন্ডার আলেকজ়ান্ডার ইয়োভানোভিচ। রেফারি সঙ্গে সঙ্গেই পেনাল্টি দেন। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি নিকোলাস। ম্যাচের দ্বিতীয়ার্ধে মুম্বইয়ের আধিপত্য থাকলেও আর কোনো গোল হয়নি। মুম্বই জিতে যায় ২-০ গোলে।      

আইএসএল প্লে অফে যে ছ’টি দল পৌঁছোল সেগুলি হল মোহনবাগান সুপার জায়ান্ট, এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি।

সাম্প্রতিকতম

রাতে দুধ খাচ্ছেন? ওজন কমবে নয়, উল্টে বাড়বে!

রাতে শোওয়ার আগে দুধ খেলে ওজন কমার বদলে বেড়ে যেতে পারে! ল্যাকটোজ প্রোটিন, লিভারের ডিটক্সিফিকেশন ব্যাহত হওয়া এবং হজমের সমস্যার কারণে বিশেষজ্ঞরা রাতে দুধ খেতে নিষেধ করছেন।

ইলন মাস্কের ‘গ্রক’ ভারতে বিতর্কের ঝড় তুলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই নিরপেক্ষ?

ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট 'গ্রক' ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। রাজনৈতিক প্রসঙ্গ ও অকপট উত্তরের কারণে এটি প্রশ্নের মুখে। এআই কি সত্যিই নিরপেক্ষ?

সুস্বাদু ও স্বাস্থ্যকর! দুশ্চিন্তা, খাই খাই ভাব কমায় পেস্তাবাদাম

পেস্তাবাদাম শুধু সুস্বাদু নয়, বরং স্বাস্থ্যকরও! এটি হার্টের বন্ধু, ক্যানসার প্রতিরোধে সহায়ক ও রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। জেনে নিন পেস্তার অসাধারণ উপকারিতা।

হাওড়ার বেলগাছিয়ায় ধস: পাইপলাইন সংস্কার নাকি ভাগাড়ের মিথেন গ্যাস? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়ার বেলগাছিয়ায় ধসের কারণ কী? পাইপলাইন সংস্কারের গাফিলতি নাকি ভাগাড়ে জমে থাকা মিথেন গ্যাস? বিশেষজ্ঞদের মতামত ও রাজনৈতিক তরজায় তোলপাড় হাওড়া।

আরও পড়ুন

আইএসএল-এর প্লে-অফ সূচি ঘোষণা, সেমিত কবে নামছে মোহনবাগান

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমের প্লে-অফের সূচি ঘোষিত হল শনিবার। চলতি সপ্তাহে লিগ...

মোহনবাগানের অপরাজেয় শীল্ডজয়ের উৎসবে ‘গার্ডেনরিচ মেরিনার্স’, বর্ণাঢ্য শোভাযাত্রায় মাতলেন সমর্থকরা

আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হল মোহনবাগান সুপার জায়ান্ট। গার্ডেনরিচে ‘গার্ডেনরিচ মেরিনার্স’ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় আট থেকে আশি মেতে উঠলেন সবুজ-মেরুন সমর্থকরা।

আইএসএল ২০২৪-২৫: গোয়াকে হারিয়ে বেশ কিছু নজির গড়ল শিল্ডজয়ী মোহনবাগান  

মোহনবাগান সুপার জায়ান্ট: ২ (বরিস সিং থাঙ্গজাম আত্মঘাতী, গ্রেগ স্টুয়ার্ট) ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে