barca

ওয়েবডেস্ক: ২০১৮ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দেন ব্রাজিলীয় তারকা ফুটবলার ফিলিপ কুতিনহো। প্রায় ১৪.২ কোটি পাউন্ডে তাঁকে দলে নেয় বার্সা। নতুন দলে শুরুটা ভালো হলেও, ক্রমাগত চোট আঘাত এবং ধারাবাহিকতার অভাবে পিছিয়ে পড়েন।

আরও পড়ুন: ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ছবিতে ভুল লিখে ট্রোলড্‌ রোহিত শর্মা

গত মরশুমে বার্সা জার্সিতে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন। যা নিয়ে বার্সা ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমর্থকরা তাঁর ওপর ভীষণ হতাশ। শোনা যাচ্ছিল, তিনি বার্সায় থাকতে ইচ্ছুক নন এবং বার্সাও তাঁকে রাখতে রাজি নয়।

এই মুহূর্তে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা খেলছেন। তারই ফাকে তিনি জানান, “আমার বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে। আর এই ক্লাবে সাফল্য পেতে চাই। তবে এই মুহূর্তে আমি পুরো ব্রাজিল নিয়ে ভাবছি। জানি না কী হবে”।

তিনি আরও বলেন, “মিডিয়াতে এমন কিছু তথ্য প্রকাশ পায়, যার পুরোটা সঠিক নয়। তবে নিজের ভবিষ্যতের ব্যাপারে সত্যিই কিছু জানি না। সত্যি কথা বলতে, গত মরশুম ভালো ছিল না। যা চেয়েছিলাম বা যেমনটা আশা করেছিলাম তা হয়নি। তবে এটাই আমার কাছে উদাহরণ হিসাবে দাঁড়াবে আগামী দিনে আরও ভালো করার জন্য”।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here