tatoo

ওয়েবডেস্ক: ব্রাজিলের এই মুহূর্তে ফুটবল আইকন নেইমার জুনিয়ার। প্যারিস সাঁ জা-র হয়ে প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছেন তিনি। তবে সেই নেইমারকে এ বার পাওয়া গেল একটু অন্য ভাবে। ফুটবল ছাড়াও, কমিক্স খুব ভালোবাসেন তিনি। তাঁর প্রিয় দুই কমিক চরিত্র স্পাইডারম্যান এবং ব্যাটম্যান।

সেই স্পাইডারম্যান এবং ব্যাটম্যানের ট্যটু নিজের পিঠে করলেন তিনি। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সাও পাওলো গিয়েছিলেন তিনি, সেখানেই শহরের ট্যাটু আর্টিস্ট থিয়েরেস পাইমের কাছ থেকে নতুন এই ট্যাটু করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় যা পোস্টও করেন পাইম। পোস্টে তিনি লেখেন, “আজকে আমার সৌভাগ্য হয়েছে এই দু’জনের ট্যাটু ওর (নেইমার) স্কিনে করার”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here