ওয়েবডেস্ক: ইতিমধ্যেই চলতি মরশুমের ঘরোয়া লিগ ঘরে তুলেছে এমবাপে, নেইমারদের প্যারিস সাঁ জা। গত সপ্তাহের শনিবার ফের ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল প্যারি সাঁ জা। ফ্রেঞ্চ কাপের ফাইনালে। প্রতিপক্ষ ছিল রেইনস।
কাপ ফাইনালে ফেভারিট হিসাবে শুরু করলেও, হেরে যায় যায় প্যারি সাঁ জা। তবে এই হারের সঙ্গে অন্য একটি খবরও শিরোনামে।
আরও পড়ুন: অবনমনের আওতায় থাকা দলের কাছে হার রেয়ালের, ক্ষমা চেয়ে নিলেন কোচ জিদান
রানার্স মেডেল নিতে যাওয়ার সময় হাতে ক্যামেরা নিয়ে এক সমর্থক নেইমারের উদ্দেশে কিছু কটূক্তি করেন। প্রথমে তাঁর মোবাইল ক্যামেরায় ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নেইমার। এরপর সেখান থেকে চলে যাওয়ার সময় তাঁর মুখে ঘুষি মারেন ব্রাজিলীয় তারকা।
পরে ক্ষমা চেয়ে নেন নেইমার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেইমার জানান, “আমি কি খারাপ ব্যবহার করেছি? হ্যাঁ। তবে কেউ বলতে পারবে না অস্বাভাবিক কিছু”।
ম্যাচে গোল করেন নেইমার। টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে হেরে যায় প্যারিস সাঁ জা।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।