greece football incidence

ওয়েবডেস্ক: ফুটবল এমনই এক খেলা যেখানে মজা আনন্দ দুঃখ বেদনা রাগ সবই থাকবে, কিন্তু সেটা যখন বড়ো আকার ধারণ করে তখন তা থেকে জন্ম নেয় বিপত্তি।

রবিবার এমনই একটা ঘটনার সাক্ষী থাকল ফুটবল বিশ্ব বা ছোটো করে বললে গ্রিক ফুটবল। এ দিনের ম্যাচে ঘরের মাঠে পাওক নেমেছিল ওলিম্পিয়াক্সের বিরুদ্ধে। লিগে এই মুহূর্তে তিন নম্বরে থাকা ওলিম্পিয়াক্সের সঙ্গে পাওকের তফাৎ মাত্র ৯ পয়েন্টের। স্বাভাবিক কারণেই এই ম্যাচের ওপর লিগের অনেকটা ওঠানামা নির্ভর করছিল। কিন্তু খেলা আর হল কই?

এই দিন ম্যাচ শুরু হওয়ার কিছু আগেই ঘটে যায় এক দুর্ঘটনা। ওলিম্পিয়াক্সের কোচ অস্কার গারসিয়াকে লক্ষ করে ‘টয়লেট পেপার’ ছোড়া হয় দর্শকদের দিক থেকে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালে। সেখানে তার কাঁটা ঠোটে শুশ্রূষা করা হয়। ঘটনার জেরে সেই মুহূর্তে তাঁদের দল নিয়ে মাঠ ছেড়ে চলে যান ওলিম্পিয়াক্সের কর্মকর্তারা। স্বাভাবিক ভাবেই এই নিয়ে মাঠের বাইরেও পুলিসের সঙ্গে পাওক দর্শকদের খণ্ডযুদ্ধ লাগে।

গ্রিস ফুটবলে এই ঘটনার জের এখনও চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here