practice of East Bengal Club

শিলিগুড়ি: মরশুমের প্রথম ডার্বির আগে খাতায় কলমে এগিয়ে ইস্টবেঙ্গই। বাগানের কা-ক্রো জুটি ক্লিক করে গেলেও, প্লাজা ফর্মে ফেরায় অনেকটাই নিশ্চিন্ত ইস্টবেঙ্গল কোচ। ডিফেন্সে ভুলত্রুটির হিসেব কষলে কোনো পক্ষই সেভাবে এগিয়ে থাকবে না। কিন্তু আল আমনার উপস্থিতি মাঝমাঠে অনেকটাই এগিয়ে রেখেছে লালহলুদকে। কারণ বাগানের মাঝমাঠে আজহার থাকলেও নেতৃত্বের অভাব প্রকট।

আরও পড়ুন: ময়দান পেরিয়ে: দুনিয়া জুড়ে ডার্বির রংমশাল

তবে এসবের থেকেও বড়ো কথা, রবিবারের ডার্বি ড্র করলেই টানা আটবার কলকাতা লিগ ঘরে তুলবে ইস্টবেঙ্গল। আর এটা নিয়েই চিন্তায় ইস্টবেঙ্গলের মুম্বইকর কোচ খালিদ জামিল। তাঁর ভয়, দলে আত্মতুষ্টি না আসে। যেন জয় দিয়েই মধুরেণ সমাপয়েত হয়, কলকাতায় তাঁর প্রথম টুর্নামেন্টের।

আরও পড়ুন: ময়দান পেরিয়ে: ডার্বিকথা ২ – বড়োম্যাচের ইতিহাস

সকালে অনুশীলনের পর বিকেলে টিম মিটিং করলেন। বাগানের খেলার ভিডিও দেখিয়ে খেলোয়াড়দের বুঝিয়ে দিলেন চির প্রতিদ্বন্দ্বীর ডিফেন্সের ফাঁকফোকড়। শুরুতেই গোল চাইছেন খালিদ। সেটপিস নিয়েও হল আলাদা করে অনুশীলন।

দেখে নেওয়া যাক ডার্বিতে লালহলুদের প্রথম একাদশ।

ব্যারেটো, গুরবিন্দর, ডিওন, চুলোভা, সামাদ, আমনা, রফিক, ব্র্যান্ডন, রালতে, প্লাজা, জবি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here