salah-final

ওয়েবডেস্ক: এই মুহূর্তে বিশ্ব ফুটবলে সব থেকে বেশি শোরগোল যাঁকে নিয়ে সেই মহম্মদ সালাহকে কি এ বার মেসি এবং সুয়ারেজের সঙ্গে খেলতে দেখা যাবে। অন্তত গুজব এমনই।

সূত্রের খবর, সালাহকে কেনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। এই ব্যাপারে লিভারপুলের সঙ্গে যোগাযোগও নাকি তারা করেছে। যদিও এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছেন সালাহের এজেন্ট।

সালাহকে কেনার জন্য গত মাসেই আগ্রহ প্রকাশ করেছিল বার্সেলোনা। তবে এর মধ্যে ফ্রান্সের আতোয়াঁ গ্রিজম্যানকে দলে নিতে উঠেপড়ে লাগে তারা। শোনা যাচ্ছিল গ্রিজম্যানকে দলে নিয়েই ফেলেছে তারা। গ্রিজম্যানও বার্সায় আসতে প্রস্তুত। তবে এখন শোনা যাচ্ছে গ্রিজম্যান আতলেতিকো দে মাদ্রিদ ছাড়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই তার বার্সা আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই আবহেই সালাহের বার্সা-যাত্রার ব্যাপারে গুঞ্জন ছড়িয়েছে।

তবে যে সূত্র থেকে সালাহের বার্সা-যাত্রার খবর পাওয়া গিয়েছে সেই সূত্রকে তুলোধোনা করেছেন তাঁর এজেন্ট র‍্যামী আব্বাস ইসা। এ রকম কোনো প্রস্তাব সালাহের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here