Homeখেলাধুলোফুটবলআইএসএল ২০২৪-২৫: দশজনে তুমুল লড়াই করেও শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের, ২-১ গোলে...

আইএসএল ২০২৪-২৫: দশজনে তুমুল লড়াই করেও শেষরক্ষা হল না ইস্টবেঙ্গলের, ২-১ গোলে জিতল ওড়িশা

প্রকাশিত

ওড়িশা এফসি: ২ (জেরি মারউইমিংথাঙ্গা, হুগো বুমৌস) ইস্টবেঙ্গল এফসি ১ (লালচুংনুঙ্গা)

কলকাতা: ম্যাচের ১২ মিনিট যেতে না যেতেই গোড়ালিতে গুরুতর চোট পেয়ে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ফরাসি মিডিও মাদি তালাল। এর ওপর আর একটি ধাক্কা। প্রথমার্ধের শেষ দিকে ব্যক্তিগত ভাবে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন আহত সল ক্রেসপোর জায়গায় নামা জিকসন সিং-ও। ফলে গোটা ম্যাচের অর্ধেকের বেশি সময় দশ জনে খেলে গেল ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষের সঙ্গে তুমুল লড়াই করে গেল তারা। কিন্তু শেষরক্ষা হল না।

বৃহস্পতিবার সল্ট লেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত আইএসএল-এর ম্যাচে গোল করে এগিয়ে গেলেও ওড়িশা এফসির কাছে হার মানল ইস্টবেঙ্গল। ঠিক যখন মনে হচ্ছিল দশ জনের ইস্টবেঙ্গল যে ভাবে লড়াই দিচ্ছে, তাতে শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট নিয়ে ঘর ছাড়বে, ঠিক তখনই বক্সের মাঝখান থেকে নেওয়া এক জোরালো শট ইস্টবেঙ্গল জালে জড়িয়ে দিয়ে লাল-হলুদ সমর্থকদের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন হুগো বুমৌস। ওড়িশার কাছে ১-২ গোলে হার স্বীকার করতে হল ইস্টবেঙ্গলকে।

৩টি গোলই দ্বিতীয়ার্ধে

প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে্র শুরুতে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার ফল পেয়ে গেল ইস্টবেঙ্গল ম্যাচের ৫৩ মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বল অমরিন্দরের গায়ে লেগে চলে যায় হিজাজি মাহেরের কাছে। তিনি ওড়িশার গোল লক্ষ্য করে সোজা যে শট নেন, তা ওড়িশার অমরিন্দরের পায়ে লেগে ছিটকে চলে আসে লালচুঙনুঙ্গার পায়ে। মণিপুরী ডিফেন্ডার লালচুঙনুঙ্গা ওড়িশার জালে বল জড়িয়ে দিতে কোনো ভুলচুক করেননি।

isl eb vs odisha 2 13.12

ওড়িশার আক্রমণ ঠেকানোর চেষ্টা ইস্টবেঙ্গলের।

কিন্তু ইস্টবেঙ্গলের এই এগিয়ে যাওয়া দু’ মিনিটও স্থায়ী হল না। নাওরেম মহেশের সঙ্গে ডুয়েলে বল জিতে নিয়ে জেরি মারউইমিংথাঙ্গাকে ফরোয়ার্ড পাস দেন ওড়িশার ইসাক রালতে। ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে কোণাকুনি চিপ করেন জেরি, যা এগিয়ে আসা গোলকিপার প্রভসুখন সিং গিলের মাথার ওপর দিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচে সমতা ফেরায় ওড়িশা।

এর পরেও ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত ইস্টবেঙ্গল একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু লড়াইটা তো করছেন দশ জনে। স্বাভাবিক ভাবেই দলের খেলোয়াড়রা ক্রমশ ক্লান্ত হয়ে পড়তে শুরু করেন। ঠিক সেই সময়ে ৮১ মিনিটের মাথায় হুগো বুমৌসের গোল ২-১ গোলে এগিয়ে যায় ওড়িশা এবং শেষ পর্যন্ত সেই ফলও বহাল থাকে।

লিগ টেবিলে কে কোথায়

১২টি ম্যাচের মধ্যে ৫টি জিতে এবং ৪টি ড্র করে ওড়িশা এফসি ১৯ পয়েন্ট সংগ্রহ করল। তারা উঠে এল তৃতীয় স্থানে। আর ইস্টবেঙ্গল ১০ ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ রইল একাদশ স্থানেই।

ছবি: সঞ্জয় হাজরা

সাম্প্রতিকতম

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই কি গাজার নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে হামাস?

১৫ মাসের যুদ্ধেও হামাস ধ্বংস হয়নি। গাজায় ধ্বংসযজ্ঞের মধ্যেই পুনর্গঠন ও শক্তি অর্জনের পথে হামাস।

পদ্ম সম্মান ২০২৫: বাংলার ৯ জন পেলেন রাষ্ট্রীয় পুরস্কার

পদ্ম সম্মান ২০২৫-এর তালিকায় বাংলার জয়জয়কার। গায়ক অরিজিৎ সিং থেকে নৃত্যশিল্পী মমতা শঙ্করসহ ৯ জন পেলেন এই সম্মান।

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: চেন্নাইয়ের সঙ্গেও ম্যাচ ড্র, আবার পয়েন্ট খোয়াল মোহনবাগান

মোহনবাগান সুপার জায়ান্ট: ০ চেন্নাইয়িন এফসি: ০ চেন্নাই:...

আইএসএল ২০২৪-২৫: ডজনেরও বেশি সুযোগ নষ্ট করে জামশেদপুরের কাছে পয়েন্ট খোয়াল মোহনবাগান

শেষ ১০টি ম্যাচের মধ্যে ৭টিতে জিতে, ২টি ড্র করে ও ১টি হেরে শীর্ষেই থাকল সবুজ-মেরুন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে