Homeখেলাধুলোফুটবলকোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৮-এ জায়গা করে নিল...

কোপা আমেরিকা ২০২৪: বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে শেষ ৮-এ জায়গা করে নিল পানামা

প্রকাশিত

পানামা: ৩ (খোসে ফাখার্দো, এদুয়ার্দো গুয়েরেরো, সিজার ইয়ানিস) বলিভিয়া: ১ (ব্রুনো মিরিন্দা)

খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকায় শেষ ৮-এ যেতে হলে পানামাকে জিততেই হত। আর সেই কাজটাই করল তারা। গ্রুপ ‘সি’-এর ম্যাচে বলিভিয়াকে ৩-১ গোলে হারাল পানামা। ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়ে তারা শেষ ৮-এ জায়গা করে নিল।   

গ্রুপ ‘সি’-র অবস্থা

গ্রুপ ‘সি’ থেকে উরুগুয়ে আগেই চলে গিয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে। আর ৩টি ম্যাচের মধ্যে ২টিতে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে পানামা থাকল দ্বিতীয় স্থানে। এবারের কোপা আমেরিকা থেকে বিদায় নিল মার্কিন যুক্তরাষ্ট্র আর বলিভিয়া। ৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ যথাক্রমে ৩ এবং ০ পয়েন্ট।

মঙ্গলবার সকালে (ভারতীয় সময়) ফ্লোরিডার অরল্যান্ডোয় ইন্টার অ্যান্ড কোং স্টেডিয়ামে পানামা যথেষ্ট আধিপত্য বিস্তার করেই ম্যাচ বার করে নিয়ে যায়। প্রথমার্ধে ১টি গোল করে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরায় বলিভিয়া। এর পর পানামা আরও ২টি গোল করে। শেষ পর্যন্ত তারা জিতে যায় ৩-১ গোলে।

প্রথমার্ধে ১-০ এগিয়ে

ম্যাচের ২২ মিনিটে গোল করে এগিয়ে যায় পানামা। ক্রিস্টিয়ান মার্তিনেজের হেড থেকে বলিভিয়ার বক্সে বল পেয়ে যান খোসে ফাখার্দো। বলকে নিয়ন্ত্রণে এনে বলিভিয়ার গোলকিপার গিলেরমো ভিস্কারার পাশ দিয়ে নিখুঁত ভলিতে গোলে পাঠিয়ে দেন ফাখার্দো।

দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল

দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে বলিভিয়ার হয়ে সমতা ফেরান ব্রুনো মিরিন্দা। মাঝমাঠ থেকে উঠে এসে পানামার রক্ষণভাগকে ভেদ করে রামিরো ভাকা বল পাঠিয়ে দেন ব্রুনো মিরিন্দার কাছে। পানামার গোলে বল ঢুকিয়ে দিতে কোনো ভুল করেননি মিরিন্দা। ম্যাচের ৭৮ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বলিভিয়ার কাছে। পানামার গোলকিপার ওরলান্দো মোসকুয়েরা গোল ছেড়ে বেরিয়ে এসেছিলেন। কিন্তু পানামা রক্ষণের পিছিয়ে থাকা খেলোয়াড়রা মিগুয়েল তের্কেরোসের দূর থেকে নেওয়া শট বাঁচিয়ে দেন।

কিন্তু মিনিটখানেক পরে ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে পানামার হাতে। বাঁদিক থেকে ক্রস বাড়ান ডেভিস। সেই ক্রসে হেড দিয়ে গোল করেন এদুয়ার্দো গুয়েরেরো। পানামার জয়ে সিলমোহর পড়ে অতিরিক্ত সময়ের ১ মিনিটে। সিজার ইয়ানিসের ডান পায়ের শট ডানদিকের পোস্টের উপরের কোণ দিয়ে ভিতরে ঢুকে যায়। স্টেডিয়াম জুড়ে শুরু হয়ে যায় উৎসব। এবারের কোপায় ১০ গোল খেয়ে এবং মাত্র ১ গোল দিয়ে বিদায় নিল বলিভিয়া।

আরও পড়ুন  

কোপা আমেরিকা ২০২৪: উরুগুয়ের কাছে ০-১ গোলে হেরে বিদায় নিল আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র               

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

কুলপিতে তৃণমূল কর্মীদের পুকুরে বিষ দেওয়ার অভিযোগ, শুরু রাজনৈতিক চাপানউতোর

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: কুলপিতে দুই তৃণমূল কর্মীর পুকুরে বিষ দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।...

গুজরাতে ইন্ডিয়ান অয়েল তেল সংশোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

ভডোদরা: সোমবার বিকেলে গুজরাতের ভডোদরায় আইওসিএল-এর (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড) রিফাইনারির কয়ালি এলাকায় এক...

বাংলাদেশে ট্রাম্প-সমর্থকদের গ্রেফতারের খবর নিয়ে শোরগোল, ভুয়ো বলে দাবি প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস-এর

সদ্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে জোর শোরগোল বাংলাদেশে।...

উপনির্বাচনের প্রচারে অশোক স্তম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য, সুকান্ত মজুমদারকে নোটিস কমিশনের

কলকাতা: তালড্যাংড়া উপনির্বাচনের প্রচারে পুলিশের অশোক স্তম্ভ ব্যবহারের প্রসঙ্গে মন্তব্য করায় বিজেপির রাজ্য সভাপতি...

আরও পড়ুন

আইএসএল ২০২৪-২৫: মহমেডানের বিরুদ্ধে ৯ জনের ইস্টবেঙ্গল গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট ঘরে তুলল  

কলকাতা: অবশেষে পয়েন্টের খাতা খুলল ইস্টবেঙ্গল এফসি। এ বারের আইএসএল-এ সপ্তম ম্যাচে তারা পেল...

এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল, মোহনবাগানের কী অবস্থা?

খবর অনলাইন ডেস্ক: এ বারের আইএসএল-এ খুব করুণ অবস্থা ইস্টবেঙ্গলের। এখনও পর্যন্ত ৬টা ম্যাচ...

লেবাননের নেজমেহকে ৩-২ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল  

থিম্পু (ভুটান): এগারো বছর পর এএফসি চ্যালেঞ্জ লিগের নকআউটে গেল ইস্টবেঙ্গল এফসি। শুক্রবার গ্রুপ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে