pele

ওয়েবডেস্ক: ঝটিকা সফরে ভারত সফরে এসেছিলেন ফুটবলের কিংবদন্তি পেলে। দিল্লিতে একটি অনুষ্ঠানে। স্বয়ং পেলে যেখানে উপস্থিত তখন বর্তমান ফুটবল নিয়ে কথা হওয়াটাই স্বাভাবিক। বর্তমানে বিশ্বের দুই সেরা মুখ রোনাল্ডো এবং মেসি। কে সেরা, সেই বিতর্কের শেষ নেই। তবে এরই মাঝে নিজের পছন্দ কিন্তু জানিয়ে দিলেন ফুটবল সম্রাট। পেলের মতে, “ যদি আমাকে নির্ধারণ করতে হতো, তা হলে রোনাল্ডোর থেকে মেসিকেই আমি আমার দলে নেব”।

আরও পড়ুন: ম্যান ইউনাইটেডে বড়ো পরিবর্তন! থাকছে বাড়তি চমক

তিন বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আরও বলেন, “রোনাল্ডো মেসির মধ্যে তুলনা করা খুবই শক্ত। মেসির স্টাইল রোনাল্ডোর থেকে সম্পূর্ণ আলাদা। আমার সময় অনেকে জর্জ বেস্টের সঙ্গে আমার তুলনা করত। কিন্তু আমাদের ধরন ছিল আলাদা। রোনাল্ডো অনেক বেশি সেন্টার ফরোয়ার্ড। যেখানে মেসি অনেক অর্গানাইজড”।

অন্যদিকে ভারতে ফুটবলে আরও উন্নতি প্রসঙ্গে পেলে জানান, “ভারতীয় ফুটবলারদের তিন মাস ব্রাজিলে কাটানো দরকার, নিজেদের ভিতকে আরও মজবুত করতে”।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন