পেরু: ০ চিলে: ০
খবর অনলাইন ডেস্ক: এবারের কোপা আমেরিকার গ্রুপ ‘এ’-র ম্যাচ গোলশূন্য অবস্থায় অমীমাংসিত রাখল পেরু আর চিলে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে এক কদম এগিয়ে থাকার সুযোগ হারাল দুটি দলই।
ইতিমধ্যেই এই গ্রুপের প্রথম ম্যাচে আর্জেন্তিনা ২-০ গোলে কানাডাকে হারিয়ে ৩ পয়েন্ট পেয়েছে। আপাতত পেরু ও চিলে ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে। প্রথম ম্যাচেই পরাজয়। তাই কানাডার ঝুলিতে কোনো পয়েন্ট নেই।
আক্রমণ হল, কিন্তু গোল হল না
টেক্সাসের আর্লিংটনে এটি অ্যান্ড টি স্টেডিয়ামে আয়োজিত পেরু বনাম চিলে ম্যাচে গোল করার সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিল চিলির আলেক্সিস সানচেজ। পেরুর গোলপোস্ট ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি তিনি।
ম্যাচের ৪৩ মিনিটে পেরুও গোল করার সুযোগ পায়। এটাই ছিল প্রতিপক্ষের গোল লক্ষ্য করে পেরুর প্রথম শট। কিন্তু আরাজোর হেড বাঁচিয়ে দেন চিলের ৪১ বছর বয়সি গোলরক্ষক ব্রাভো।
দ্বিতীয়ার্ধেও বেশির ভাগ সময় বল দখলে রেখেছিলে চিলে। তবে তারই মধ্যে ম্যাচের ৫৭ মিনিটে পেরুর লিড নেওয়ার সুযোগ এসেছিল। লাপাদুলার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তার পর ৭৯ মিনিটে ফের গোল করার সুযোগ আছে পেরুর সামনে। কিন্তু আবার দুর্দান্তভাবে গোল বাঁচিয়ে দেন চিলের গোলরক্ষক ব্রাভো।
বল নিজেদের দখলে রাখার হিসেবে পেরুর থেকে অনেক বেশি এগিয়ে ছিল চিলে। কিন্তু তারা যেমন আক্রমণ শানিয়েছে তেমনই পালটা আক্রমণ চালিয়ে গিয়েছে পেরু। কিন্তু গোল অধরাই থেকে গিয়েছে। শেষ পর্যন্ত গোলশূন্য শেষ হল চিলে-পেরু ম্যাচ।
আরও পড়ুন
কোপা আমেরিকা ২০২৪: গোল করালেন সেই মেসিই, কানাডাকে হারিয়ে যাত্রা শুরু বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনার