ওয়েবডেস্ক: মরশুমের মাঝে লিভারপুল থেকে বার্সেলোনায় এসেছেন তিনি। ব্রাজিলের ফিলিপ কুটিনহো। কিন্তু জানুয়ারি থেকে মে মাসের মধ্যেই বার্সেলোনায় ঈর্ষণীয় রেকর্ড করে ফেললেন কুটিনহো। অর্ধেক মরশুম খেলে তিনি বার্সার হয়ে গোল করেছেন ১০টি। গোলে সহায়তা করেছেন ৬টি ক্ষেত্রে।
কিন্তু সে সবের পাশাপাশি রবিবার আরেক কীর্তি স্থাপন করে ফেললেন তিনি। এদিন লা লিগার শেষ ম্যাচে রিয়াল সোসাইদাদের বিরুদ্ধে বার্সার হয়ে জয়সূচক গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে বল জড়িয়ে দেন জালে।