dimaria-final

ওয়েবডেস্ক: রাশিয়া বিশ্বকাপে আর্জেন্তিনার তারকা লিও মেসির পাশে নিজের পারফরমেন্সের ছাপ প্রতি ম্যাচেই রেখেছিলেন ডি মারিয়া। টুর্নামেন্টে সবচেয়ে দূর থেকে করা গোলের শিরোপা পেয়েছেন তিনি। সেই ডি’মারিয়া ফের এক অবিশ্বাস্য গোল করলেন। যা রীতিমতো হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। নিজের ক্লাব প্যারিস সাঁ জা-র হয়ে কর্নার থেকে সরাসরি গোল করলেন তিনি। লিগের ম্যাচে নেইমসের মুখোমুখি হয়েছিল তারা। সে ম্যাচেই প্রথমার্ধের ৪০ মিনিটে এমন গোল তাঁর।

আরও পড়ুন: লুকাকুর জোড়া গোলে অবশেষে ইপিএলে জয়ে ফিরল মোরিনহোর ম্যাঞ্চেস্টার

dimaria-600
ডি’মারিয়া প্যারিস সাঁ জা জার্সিতে

কর্নার নেওয়ার আগেই তিনি দেখে নেন নাইমসের গোলকিপার পল বেরনারদোনি নিজের জায়গা থেকে কিছু গজ এগিয়ে রয়েছেন। ফলে সেই সুযোগকে কাজে লাগিয়ে বলকে ইনসুইং করে প্রথম পোস্ট দিয়ে গোলে ঢুকিয়ে দেন তিনি। শেষমেশ ৪-২ ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে প্যারিস সাঁ জা।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন