rma

ওয়েবডেস্ক: ইতিমধ্যেই এডেন হ্যাজার, লুকা জোভিচের মতো তারকাকে দলে নিয়েছে রেয়াল মাদ্রিদ। নতুন মরশুমের জন্য নিজেদের আরও তৈরি করতে মরিয়া তারা। সেই লক্ষ্যে অনেকদিন তালিকায় ছিলেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারক পল পোগবা। তাঁকে অনেকদিন ধরে দলে চাইছিলেন রেয়াল কোচ জিদান।

pogba

তবে পোগবার জন্য ম্যানইউ দর রেখেছিল ১৪ কোটি পাউন্ড। রেয়ালের দর দিয়েছিল ১২ কোটি পাউন্ড সঙ্গে কিছুটা বোনাস। তবে তাতেও কিছুটা তফাৎ থেকেই গিয়েছিল। কিন্তু এবার হয়তো রেয়ালেই যোগ দিতে চলেছেন তিনি। ইউরোপের সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, রেয়ালে যোগ দেওয়ার পথে অনেকটাই এগিয়ে পোগবা।

পোগবার জন্য ১৩ কোটি নতুন রাখতে চলেছে রেয়াল প্রেসিডেন্ট পেরেজ। রিপোর্ট অনুযায়ী পোগবা নিজেও সম্মতি জানিয়েছেন এবং সম্ভবত ছয় নম্বর জার্সি পড়তে পারেন তিনি।

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন