pogba

ওয়েবডেস্ক: চলতি মরশুমে পল পোগবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়া নিয়ে অনেক কথা হয়েছে। ম্যানইউ কোচ জোসে মোরিনহোর সঙ্গে তাঁর বিকবিতণ্ডা নিয়ে। তবে শেষপর্যন্ত তিনি ইংল্যান্ডেই থেকে যান। এমনকী তাঁকে নিতে উদ্যোগী হয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে তার আগেই দু’দলের দুই তারকা ফুটবলারকে কিন্তু পাওয়া গেল একসঙ্গে। অর্থাৎ পোগবা এবং মেসিকে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় কে হবেন ভারতের সেরা অস্ত্র? জানালেন প্রাক্তন অজি পেসার

চলতি সপ্তাহে ছিল আন্তর্জাতিক বিরতি। এরই মাঝে দুবাইয়ের একটি হোটেলে এক সঙ্গে পাওয়া গেল তাঁদের। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের এই ছবি রীতিমতো ভাইরাল। অনেকে বলেন, পোগবার বার্সায় যাওয়ার এটা প্রথম পদক্ষেপ।

অনেকে আবার বলেন মেসিকে হয়তো ইউনাইটেডে আসতে বলছেন পোগবা। বাকিদের মতে, পোগবা হয়তো বার্সাতে আসতে চাইছেন।

অবশ্য আগামী দিনে কী হয়, তা তো সময়ই বলবে। তবে রিপোর্ট অনুযায়ী, পোগবাকে নিতে গেলে ম্যানইউকে ১০০ মিলিয়ন ইউরো দিতে হবে বার্সার।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here