ff

ওয়েবডেস্ক: গত মরশুমে ম্যানইউ ছাড়ছেন বলে রীতিমতো খবরের শিরোনাম হন ফরাসি বিশ্বকাপ জয়ী ফুটবলার পল পোগবা। প্রাক্তন কোচ জোসে মোরিনহোর সঙ্গে সম্পর্কের তিক্ততা। একইসঙ্গে রেয়াল মাদ্রিদের থেকে অফার স্বাবাভিক কারণেই দল ছাড়তে চেয়েছিলেন তিনি। তবে তাঁকে যে ছাড়া হবে না জানায় ম্যানইউ।

আরও পড়ুন: মাথায় চোটের পরেও ফিট আছেন সালাহ, জানালেন লিভারপুল কোচ ক্লপ

শোনা যাচ্ছে নতুন মরশুমে ম্যানইউ ছাড়তে চান তিনি। তাঁর ঘনিষ্ঠ মহলে একথাই নাকি তিনি জানিয়েছেন। রেয়ালে মাদ্রিদে যোগ দিতে চান। তাঁর পছন্দ রেয়াল। শুধু তাই নয়, নতুন রেয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান পোগবাকে দলে চান।

pogba

রিপোর্ট অনুযায়ী, পোগবার এমন সিদ্ধান্ত কারণ, আগামী মরশুমে ম্যানইউ-র চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা নিয়ে। ঘরোয়া লিগে প্রথম চারে শেষ করতেই হবে তাদের।

তবে তাঁকে ধরে রাখতে বদ্ধপরিকর ম্যানইউ ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, তারা পোগবাকে ছাড়তে রাজি হবে যদি তাঁর জন্য ১৬ কোটি পাউন্ডের বেশি দর পাওয়া যায়।

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন