quessebfinal

ওয়েবডেস্ক: বড়ো ম্যাচ এখন অতীত। এখন লক্ষ্য লিগের শেষ কয়েকটা ম্যাচে জয় পাওয়ার সঙ্গে গোল পার্থক্যও বাড়িয়ে নেওয়া। সেই লক্ষ্যে বৃহস্পতিবার পিয়ারলেসের বিরুদ্ধে নামছে সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গল। লিগের ছোটো দল হলেও বাকিদের থেকে অনেকটা শক্তিশালী পিয়ারলেস। কারণ মোহনবাগানকে তারা আটকে দিয়েছে এবং মহামেডানকে তারা হারিয়েছে। ফলে এই ম্যাচের আগে সাংবাদিক সম্মলেনে সুভাসের মন্তব্য, “আগে জয় চাই, তারপর ব্যবধান বাড়ানো। পয়েন্ট খোয়ালে চলবে না”।

ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন ইস্টবেঙ্গলের নতুন স্প্যানিশ কোচ। মঙ্গলবার ক্লোজড ডোর অনুশীলন হলেও, বুধবার দলের অনুশীলন দেখতে মাঠে এসেছিলেন তিনি। অনুশীলনের পর কুশল বিনিময় হয় সুভাষ এবং আলেজান্দ্রোর মধ্যে।

ম্যাচে দল অবশ্য অপরিবর্তিত থাকছে। তবে লালরিনডিকার পায়ে হাল্কা চোট এবং আমনার চোখে সংক্রমণ এখনও সারেনি। ফলে তাঁদের নিয়ে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন