RMcover

ওয়েবডেস্ক: রোনাল্ডো বিদায়ের পর এখনও তাঁর বিকল্প আনতে ব্যর্থ রেয়াল মাদ্রিদ। ইতিমধ্যেই নতুন মরশুমে লা লিগার লড়াই শুরু হয়ে গিয়েছে। অবশ্য প্রথম ম্যাচে সহজেই জয় পেয়েছে রেয়াল। কিন্তু যত সময় যাবে লিগ আরও কঠিন হয়ে উঠবে। ফলে আক্রমণে বেল, বেঞ্জেমা, অ্যাসেন্সিওরা থাকলেও, একজন দক্ষ স্ট্রাইকার আনতে বদ্ধপরিকর রেয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। শোনা যাচ্ছে সেই প্রতীক্ষার অবসান নাকি হতে চলেছে। ইতিমধ্যেই রেয়ালের নাকি কথাবার্তা অনেকটাই এগিয়েছে সেলতা ভিগোর স্ট্রাইকার ইয়াগো আস্পাসের সঙ্গে। তবে কত টাকায় চুক্তি হবে তা এখনও জানা যায়নি। সেলতার হয়ে তাঁর রেকর্ড যথেষ্ট উল্লেখযোগ্য। ১২৬ ম্যাচে ৬৭ গোল।

aspas-600
ইয়াগো আস্পাস

তবে রেয়াল কোচ খুয়ান লোপেৎগুইয়ের প্রথম পছন্দ ভালেন্সিয়ার স্ট্রাইকার রডরিগো। বিশ্বকাপে স্পেন দলের সদস্য ছিলেন রডরিগো। তবে তাঁকে রেয়াল জার্সি পরাতে গেলে প্রায় ১০.৮ কোটি পাউন্ড রিলিজ অর্থ দিতে হবে ভ্যালেন্সিয়াকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন