logo

ওয়েবডেস্ক: সদ্য শেষ হওয়া মরশুম যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করবে ম্যঞ্চেস্টার ইউনাইটেড। লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছে তারা। ফলে আগামী বছর চ্যাম্পিয়ন্স লিগে তাদের দেখা যাবে না।

তবে ম্যানইউ খেলোয়াড়দের মধ্যে চলতি মরশুমে কিছুটা নজর কেড়েছেন পল পোগবা। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকাকে গতবার দলে চেয়ে ছিল বার্সেলোনা। কিন্তু শেষমেশ ম্যানইউ-তেই থেকে যান তিনি।

pogba

ফের একবার পোগবাকে দলে নেওয়ার ইচ্ছাপ্রকাশ বার্সেলোনার। নতুন মরশুমের জন্য। তবে এই লড়াইয়ে এবার ঢুকে পড়েছে রেয়াল মাদ্রিদও। ইউরোপে সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী, নতুন রেয়াল কোচ জিনেদিন জিদান, পোগবাকে দলে চাইছেন।

রিপোর্ট অনুযায়ী, পোগবার জন্য ৪ কোটি পাউন্ডের দর রাখতে চলেছে রেয়াল মাদ্রিদ। সঙ্গে দেওয়া হবে স্প্যানিশ ফুটবলার ইস্কোকেও। ম্যানইউ-ও ইচ্ছুক ইস্কোর মতো ফুটবলার দলে পেতে।

isco600
dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন