ওয়েবডেস্ক: চলতি সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নামার আগে রীতিমতো ছন্দে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে অর্থাৎ মাদ্রিদ ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে হারাল তারা।
অ্যাওয়ে ম্যাচে আতলেকিকোর মুখমুখি হয়েছিল রেয়াল। সারা ম্যাচে আধিপত্য। ম্যাচে লিড নেয় রেয়াল। সৌজন্যে ক্যাসিমেরো। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের লিড। আতলেতিকোর হয়ে সমতা ফেরান গ্রিজম্যান।
অবশ্য বিরতিতে যাওয়ার আগেই র্যামসের পেনাল্টিতে করা গোলে ম্যাচে ফের লিড রেয়ালের। দ্বিতীয়ার্ধে রেয়ালের হয়ে আরও ব্যবধান বাড়ান গ্যারেথ বেল।
এই জয়ের ফলে আতলেতিকোকে টপকে লিগে দ্বিতীয় স্থানে উঠে এলো রেয়াল। ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট রেয়ালের। ২৩ ম্যাচে ৪৪ পয়েন্ট আতলেতিকোর। লিগ শীর্ষে স্থানে থাকা বার্সেলোনার থেকে ব্যবধান পাঁচ পয়েন্টের। ২৩ ম্যাচে ৫১ পয়েন্টে বার্সেলোনা।
অ্যাওয়ে ম্যাচে আতলেতিকো বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য শেষ করে বার্সা।