rm

ওয়েবডেস্ক: চলতি বছর রাশিয়া বিশ্বকাপে অনেক খেলোয়াড় দেশের জার্সিতে নজর কেড়েছিলেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মেক্সিকোর হিরভিং লোজানো। মেক্সিকোর অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন তিনি। জার্মানির বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে করেছিলেন গুরুত্বপূর্ণ গোলও।

আরও পড়ুন: এ বার কি ইতালি পাড়ি দিতে চলেছেন এই রেয়াল মাদ্রিদ তারকাও?

ডন ব্যালনের রিপোর্ট অনুযায়ী, সেই লোজানোকে নিজের ক্লাবে আনতে চান রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি নাকি আবার লোজানোর খুব বড়ো ফ্যানও। এই মুহূর্তে নেদারল্যান্ডসের ঐতিহ্যপূর্ণ ক্লাব পিএসভি আইন্দহোভেনের খেলোয়াড় লোজানো। ইতিমধ্যেই ডাচ লিগে ১৩ ম্যাচে করেছেন ১০ গোল।

lojano

শুধু রেয়াল নয়, তাঁকে নিজেদের র‍্যাডারে রেখেছে ইন্তার মিলান, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলিও।

তাঁকে পিএসভি থেকে আনতে গেলে ৪ কোটি পাউন্ড খরচ করতে হবে। তবে রেয়াল প্রেসিডেন্ট পেরেজ তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব দলে নিতে চান। তাঁকে লোনে নিতেও কোনো অসুবিধা নেই রেয়াল বসের।

এখন দেখার শেষমেশ কী হয়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here